Connect with us
টেনিস

সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ

Carlos Alcaraz wins US Open 2025
শিরোপা হাতে আলকারাজ। ছবি- সংগৃহীত

মানুষ নাকি যন্ত্র! আর্থার অ্যাশ স্টেডিয়ামে রোববার মধ্যরাতে কার্লোস আলকারাজের খেলা দেখে অনেকের মনেই উঠেছিল এই প্রশ্ন। নম্বর ওয়ান ইয়ানিক সিনারের বিপক্ষে চার সেটের লড়াইয়ে (৬–২, ৩–৬, ৬–১, ৬–৪) জিতে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন এই স্প্যানিশ তারকা। এতে সিংহাসনও ফিরিয়ে নিলেন তিনি।

চলতি মৌসুমে চারটি গ্র্যান্ড স্ল্যামের দুটিতেই জিতলেন আলকারাজ (ফরাসি ওপেন ও ইউএস ওপেন), বাকি দুটি গেছে সিনারের ঝুলিতে (অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন)। শেষ ১১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১০টিই ভাগাভাগি করেছেন এ দুই টেনিস তারকা। ভক্তরা তাদের এই দ্বৈরথকে ডাকছেন- ‘সিন–কারাজ’ বলে।

এদিকে এবারের ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। মাত্র ২ ঘণ্টা ৪২ মিনিটেই খেলা শেষ করেন আলকারাজ। সিনসিনাটি ওপেনে চোট পাওয়া সিনারকে ফিট দেখায়নি। বিশেষ করে সার্ভিসে একের পর এক ভুল করেছেন তিনি। পুরো ম্যাচে ৪ বার ডাবল ফল্ট করেন সিনার, মারেন মাত্র ২টি এস। বিপরীতে আলকারাজ করেন ১০টি এস এবং প্রথম সার্ভিসে জেতেন ৮৩ শতাংশ পয়েন্ট।



তৃতীয় সেটেও সিনারের দুর্বলতা আরও স্পষ্ট হয়। পরপর দুটি সার্ভিস ভাঙেন আলকারাজ, জিতে নেন পাঁচটি গেম। শেষ সেটেও একই চিত্র- ম্যাচ পয়েন্ট বাঁচালেও তৃতীয়টি রুখতে পারেননি সিনার। শেষ পর্যন্ত ট্রফি হাতে নিলেন আলকারাজ, আর হতাশভাবে কোর্ট ছাড়েন ইতালিয়ান তারকা সিনার।

স্পেন–ইতালির লড়াই ইতিহাস অনেক পুরনো। এবার সেই প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে টেনিসের কোর্টে।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস