Connect with us
ফুটবল

রোনালদোর গোলেও জয় পায়নি আল নাসর

Al nassr and Al hilal
রোনালদোর গোলের দিনে জয়হীন আল নাসর। ছবি: সংগৃহীত

বয়স বাড়লেও পারফরম্যান্সের কোনো কমতি নেই রোনালদোর। তার অসাধারণ গোল সত্ত্বেও আল নাসরের রাতটা শেষ পর্যন্ত হতাশারই হলো। লিগ শীর্ষে থাকা আল হিলালের বিপক্ষে এগিয়ে থেকেও কিংডম অ্যারেনা ছাড়তে হয়েছে ৩–১ ব্যবধানে হার নিয়ে।

সোমবার সৌদি প্রো লিগে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে আল নাসর। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি তারা। প্রথমার্ধের শেষ দিকে, ৪২ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত আল হিলাল গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ভিন্ন রুপ ধারণ করে।

বিরতির পর আক্রমণ বাড়াতে থাকে স্বাগতিকরা। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান সালেম আল-দাউসারি। এরপর ৬০ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায় আল নাসরের জন্য। গোলকিপার নাওয়াফ আল-আকিদির নিয়ম ভঙ্গের কারণে সরাসরি লাল কার্ড দেখায় রেফারি। ফলে ১০ জনে পরিণত হয় আল নাসর। আর সেই সুবিধা ভালোভাবেই নেয় আল হিলাল।



১০ জনের দল নিয়ে টিকতে না পেরে ধীরে ধীরে চাপে পড়ে আল নাসর। ৮১ মিনিটে মোহাম্মদ কান্নোর অসাধারণ গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় আল হিলাল। যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি পেনাল্টি আদায় করে নেয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রুবেন নেভেস। এর ফলে নিশ্চিত হয় ৩–১ ব্যবধানের জয়।

এই জয়ের ফলে লিগ টেবিলে আল নাসরের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছে আল হিলাল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ব্যবধান এখন সাত। রোনালদোর গোল দিয়েও ম্যাচের ভাগ্য বদলাতে না পারায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো আল নাসরকে।

উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে ইউরোপ ছেড়ে আল নাসরে যোগ দেন রোনালদো, যা সৌদি প্রো লিগের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে মূল ভূমিকা রাখে। তিনি আল নাসরের হয়ে ১২৯ ম্যাচে ১১৫টি গোল করেছেন, যার মধ্যে সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডও গড়েছেন। বর্তমানে তিনি আল নাসরের সাথে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন এবং জানা গেছে ২০২৫-২৬ মৌসুমে ক্লাব থেকে প্রায় ২৩ কোটি ডলার আয় করবেন।

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল