Connect with us
ফুটবল

রিয়ালকে রুখে দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করল আল-হিলাল

Real Madrid vs Al-Ahli match
আল-হিলালের সঙ্গে রিয়ালের ম্যাচ ড্র। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনে এসে মাঠে গড়িয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচ। বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টে শুরুটা আশানুরূপ করতে পারল না স্পেনিশ জায়ান্ট ক্লাবটি। সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল।

গতকাল বুধবার রাতে হার্ডরক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দেয় আল-হিলাল। যেখানে ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে রিয়াল। অপরদিকে ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েও মিস করেন রিয়াল ফুটবলার ভালভের্দে।

এদিন ম্যাচের প্রায় সমান সংখ্যক সময় বল নিজেদের দখলে রেখেছিল রিয়াল ও হিলাল। ম্যাচে ৩৪ মিনিটে রিয়ালের হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তরুণ তারকা গঞ্জালো গার্সিয়া। অন্যদিকে খেলার ৪১ মিনিটে আল হিলালের হয়ে গোল আদায় করেন নেভেস।


আরও পড়ুন:

» মেসির ইন্টার মায়ামির ম্যাচসহ আজকের খেলা (১৯ জুন ২৫)

» বোলারদের মাধ্যমে গল টেস্টের নিয়ন্ত্রণ নিতে চায় বাংলাদেশ


গেল মৌসুম খুব একটা ভালো যায়নি রিয়াল মাদ্রিদের জন্য। ফলে দলের চাকরি হারাতে হয় কোচ কার্লো আনচেলত্তিকে। তারপর রিয়ালের দায়িত্ব নেন জাভি আলোন্সো। ক্লাব বিশ্বকাপ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল স্পেনিশ ক্লাবটি। তবে এই বৈশ্বিক টুর্নামেন্টের শুরুতেই হোঁচট খেল রিয়াল। 

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল