বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু) নিয়ে অভিযোগের তালিকা আরও বড় করল ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজের রুমে অনুমতি ছাড়া জেরা এবং প্রধান নির্বাহীর মোবাইল আটকে রাখার ঘটনার পর এবার ম্যাচ চলাকালীন জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে আকুর বিরুদ্ধে। দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দাবি, ব্যাটিংয়ের ঠিক আগে সাইফ হাসানকে জেরা করে তাকে মানসিক চাপে ফেলে দেওয়া হয়েছে।
শুক্রবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক সাদেক ও অধিনায়ক মিঠুন। সেখানে এক পর্যায়ে সাইফ হাসানের সঙ্গে হওয়া আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলের অধিনায়ক।
মিঠুনের তথ্য অনুযায়ী, রংপুরের বিপক্ষে ম্যাচের আগের দিন সাইফকে আকু জিজ্ঞাসাবাদ করেছিল। সেটি নিয়েই আপত্তি নয়, কিন্তু ম্যাচের দিনে যা হয়েছে সেটিকে তিনি নজিরবিহীন বলছেন। তার অভিযোগ, সাইফ যখন ব্যাটিংয়ের জন্য প্যাড পরে প্রস্তুত অবস্থায় ছিল, তখনই আকুর সদস্যরা এসে তাকে প্রশ্ন করতে শুরু করেন।
একজন খেলোয়াড় হিসেবে দীর্ঘদিনের ক্যারিয়ারে এমন ঘটনা কখনো দেখেননি বলেও দাবি মিঠুনের। তার মতে, পৃথিবীর কোনো লিগেই ম্যাচের মাঝখানে, ব্যাটিংয়ের ঠিক আগে একজন খেলোয়াড়কে এভাবে জেরা করার উদাহরণ নেই।
মিঠুন বলেন, এই ঘটনার পর বিষয়টি তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকে জানিয়েছেন। ফোনে তিনি জানতে চেয়েছিলেন, আদৌ এমন কোনো নিয়ম আছে কি না। খেলোয়াড়ের জায়গা থেকে বিষয়টি ভাবার অনুরোধও করেন তিনি। মিঠুনের প্রশ্ন ছিল, একজন ব্যাটার যখন মাঠে নামার অপেক্ষায়, তখন তাকে জিজ্ঞাসাবাদ করে মানসিকভাবে চাপে ফেলা কতটা যৌক্তিক?
মিঠুনের দাবি, সদস্য সচিব তাকে বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছেন। সেই অনুযায়ী ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ই-মেইল পাঠানো হয়েছে, যেখানে বোর্ড সভাপতিকেও সিসি করা (জানানো) হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা নেননি।
সাইফ হাসানের মানসিক অবস্থার দিকটিও গুরুত্ব দিয়ে দেখছেন ঢাকা অধিনায়ক। তার মতে, সাইফ সামনে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এমন সময় একজন ক্রিকেটারকে বারবার মানসিক চাপে রাখা বা ট্রমার মধ্যে ফেলে দেওয়া শুধু ব্যক্তি নয়, দেশের ক্রিকেটের জন্যও ক্ষতিকর হতে পারে।
ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৬/টিএ
