Connect with us
ক্রিকেট

তামিমকে জায়গা দিতে বিসিবি নির্বাচনে অংশ নেবেন না আকরাম

Akram to skip BCB election to make way for Tamim
আকরাম খান-তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দেশের ক্রিকেটে এখন অন্যতম আলোচ্য বিষয় বিসিবি নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আসন্ন নির্বাচনে কারা অংশ নেবেন, কারা নেবেন না—এ নিয়ে ক্রিকেট মহলে চলছে নানান আলোচনা। 

এরই মধ্যে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির বর্তমান কমিটির বিভিন্ন পদে থাকা আকরাম খান জানালেন, আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। ভাতিজা তামিম ইকবালকে জায়গা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

চলতি বছরের শুরুতেই জাতীয় দল থেকে অবসর নেন তামিম ইকবাল। এবার বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন দেশসেরা এই ওপেনার। আর পরিবারের একজন সদস্য অংশ নিতে যাচ্ছেন বলেই এবার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন আকরাম খান।



এ প্রসঙ্গে আকরাম গণমাধ্যমকে বলেন, ‘আপনারা জানেন, এবারের নির্বাচনে পরিবারের আরেকজন সদস্য অংশ নেবে। আমার মনে হয় ক্রিকেট বোর্ডে এক পরিবার থেকে দুইজন থাকাটা শোভা পায় না। এই বিষয়টা আমার কাছে পছন্দ না। ও (তামিম ইকবাল) আমার ছোট, আমার ছেলের মতো। ছোটবেলায় ওকে আমি কোলে নিয়েছি। এজন্য আমি সরে আসছি।’

‘বোর্ডে একসঙ্গে দুজনের থাকটা আসলে ভালো দেখায় না। তাছাড়া বয়সেরও তো একটা ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিসিবি নির্বাচন করব না।’—তিনি যোগ করেন।

এদিকে এবারের বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। নির্বাচনের পর পরিচালক হতে পারলে সভাপতি পদের জন্য লড়বেন তারা। দেশের সাবেক দুই অধিনায়কের এই লড়াই নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে নানান আলোচনা শুরু হয়েছে। তবে দিন শেষে কে সভাপতি হবেন সেটা নিয়ে ভাবছেন না আকরাম। তার কাছে মুখ্য দেশের ক্রিকেটের উন্নয়ন।

আকরাম বলেন, ‘তামিম বা বুলবুল যেই আসুক, একজন আমার আত্মীয়, আরেকজন কলিগ। আমি চাইবো বাংলাদেশের ক্রিকেটের যেন ভালো হয়।’

বিসিবি নির্বাচনে সভাপতি পদে সরাসরি ভোট হয় না। নির্বাচনের মাধ্যমে প্রথমে একজনকে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়। এরপর পরিচালকবৃন্দের মধ্যে একজন প্রস্তাব ও আরেকজনের সমর্থনের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়। যার পক্ষে সমর্থন বেশি থাকবে, তিনিই সভাপতি হবেন।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট