Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক অভিষেকের আগেই কোচিংয়ের প্রশিক্ষণ নিলেন আকবর

Akbar took coaching training before his international debut
আকবর আলী। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য এসেছে বয়ভিত্তিক পর্যায়ের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের হাত ধরে। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। সেই দলের নেতৃত্বে ছিলেন আকবর আলী। এমনকি ফাইনালে জয়ের নায়কও ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে এখনো জাতীয় দলে অভিষেক হয়নি তার।

জাতীয় দলে অভিষেকের আগেই লেভেল-টু কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন আকবর। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে এই কোচিং সম্পন্ন করেছেন তিনি। শনিবার (১৫ আগস্ট) এক ফেসবুক পোস্টে নিজেই জানিয়েছেন এই খবর।

মূলত নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য এই কোচিং সম্পন্ন করেছেন আকবর। অল্প বয়স থেকেই তার ইচ্ছা ছিল এই কোর্সটি করার, যাতে নিজেকে একজন ভালো খেলোয়াড় এবং ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে পারেন।



আকবর বলেন, ‘আমি অল্প বয়স থেকেই এই কোর্সটি করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি, এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করতে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে বিকশিত করতেও সাহায্য করবে।’

এছাড়া তিনি ইসিবিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইসিবিকে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমি বিসিবি এবং ইসিবিকে ধন্যবাদ জানাই এই কোর্সটি সম্পন্ন করতে আমাকে সহযোগিতা করার জন্য।’

গত কয়েকদিন ধরেই ক্রিকেটের বাইরে ছিলেন আকবর। মূলত এই কোর্স করার জন্যই মাঠের বাইরে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। অস্ট্রেলিয়ায় ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ দলে রাখা হয়নি তাকে। তবে আগামী মাসে মাঠে গড়াতে যাওয়া ২০২৫-২৬ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ফের বাইশ গজে ফিরতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট