Connect with us
ক্রিকেট

হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে আকবর, দলে আরও যারা আছেন

Akbar to lead Bangladesh in Hong Kong Sixes; here’s who else made the squad.
আকবর আলীর নেতৃত্বে হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

আগামী নভেম্বরে হংকংয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ সিক্স-এ-সাইড ফরম্যাটের হংকং সিক্সেস টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে লাল-সবুজের নেতৃত্বে থাকবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলী।

হংকং সিক্সেস টুর্নামেন্ট সামনে রেখে আজ (বুধবার) আকবর আলীর নেতৃত্বে ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আকবরের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। এবার তার নেতৃত্বে আরেকটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে লাল-সবুজরা।

গত আসরের মতো এবারও দলে আছেন তরুণ ওপেনার জিসান আলম। গত আসরে ব্যাট হাতে দুর্দান্ত করেছিলেন তিনি। ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেন এই তরুণ। তাছাড়া বল হাতেও ছিলেন দুর্দান্ত। ৪ ম্যাচে ৬ উইকেট শিকার করেন এই স্পিনার। এছাড়া গত আসরে খেলা আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিনও এবার ডাক পেয়েছেন।



নতুন করে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান। সম্প্রতি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন তিনি। দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানও আছেন এই দলে।

আসন্ন এই টুর্নামেন্টে স্বাগতিক হংকং ছাড়া অংশ নিচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কুয়েত ও নেপাল। আগামী ৭ নভেম্বর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক), জিশান আলম, তোফায়েল আহমেদ রায়হান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।

উল্লেখ্য, সিক্স-এ-সাইড ক্রিকেটে প্রতি দলে ছয়জন খেলোয়াড় থাকেন। যে কারণে ৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই ফরম্যাটের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ ৬ ওভারের হয়ে থাকে। টুর্নামেন্টের সবশেষ আসরে সাইফউদ্দিনের নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট