জাতীয় দলের ক্রিকেটার আকবর আলী ও তানজিদ হাসান তামিম এবার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন এই দুই তরুণ। বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে গাউন ও সার্টিফিকেট হাতে ছবি প্রকাশ করে নিজেদের এ অর্জনের কথা জানিয়েছেন তারা।
বাংলাদেশ জাতীয় দলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত সদস্য তানজিদ হাসান তামিম। দেশের হয়ে ইতিমধ্যেই তিনি খেলে ফেলেছেন ৭০-এরও অধিক ম্যাচ। এরই মধ্যে তিনি টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে সর্বাধিক ফিফটির মালিক বনে গেছেন। অন্যদিকে আকবর আলীর জাতীয় দলের হয়ে অভিষেক না ঘটলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। দেশের হয়ে ইমার্জিং কাপ, অনূর্ধ্ব-২৩ দল, বাংলাদেশ ‘এ’ দল ইত্যাদিতে খেলেছেন। দুজনেই ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য।
এবার শিক্ষাক্ষেত্রেও দুজনে এক অনন্য অর্জনের মালিক হলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে সম্পন্ন করলেন স্নাতক ড্রিগ্রী। দুজনেই খেলাধূলায় ব্যস্ততম সময় পার করছেন। একজন জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন। অন্যজন একের পর এক ঘরোয়া টুর্নামেন্টে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন। শত ব্যস্ততার মাঝেও তারা এক অনন্য অর্জনের মুকুটধারী হলেন।
এদিকে তানজিদ তামিম জাতীয় দলের হয়ে টানা খেললেও এখনো সুযোগ মেলেনি আকবর আলীর। বাংলাদেশে বরাবরই ওপেনার সংকট ছিল। সেখানে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন তামিম। কিন্তু আকবর আলীর ভূমিকা অনেকটা ফিনিশিংয়ে। যেখানে ইতিমধ্যেই জাতীয় দলে খেলছেন শামীম পাঠোয়ারী, জাকের আলী অনিক ও সোহানরা। আকবর আলীও ঘরোয়া ক্রিকেটে একের পর এক পারফর্ম করে নিজের জাত চেনাচ্ছেন আলাদা করে। জাতীয় দলের দরজায় তিনিও কড়া নাড়ছেন। তার অন্যতম বিশেষত্ব গুণ হচ্ছে তিনি অধিনায়ক হিসেবে বেশ সফল। সম্প্রতি এনসিএলে নেতৃত্ব দিয়ে রংপুরকে শিরোপা এনে দিয়েছেন।
তাই এই দুজনের বিশেষ অর্জনের দিনে ভক্ত সমর্থকদের পক্ষ থেকেও সমান শুভেচ্ছা থাকবে যেন খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশকে এমন সাফল্য এনে দেয়।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/টিএ