ক্যারিয়ারে রেকর্ডময় এক দিন পার করলেন ভারতীয় ক্রিকেটার আকাশ কুমার। প্রথম শ্রেণীর পৃথিবীতে টানা ৮ বলে ৮ ছক্কা হাঁকিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। সাথে দ্রুততম ফিফটির রেকর্ডও নিজের দখলে নিয়েছেন তিনি।
রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে মেঘালয়া বনাম অরুণাচল ম্যাচে রেকর্ডময় দিন পার করেছেন ডানহাঁতি ব্যাটার আকাশ কুমার। সুরাটে আজ (রোববার) মেঘালয়ার প্রথম ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার দাবির বলে টানা ছয় ছক্কা হাঁকান আকাশ।
এর মাধ্যমে ৩য় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়লেন তিনি। এর আগে ভারতের রবি শাস্ত্রী ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স গড়েছিলেন এই কীর্তি।
ব্যাট হাতে ঝড় তোলা আকাশ মূলত ডানহাতি পেসার। দলের অষ্টম ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামেন। শুরুতে একটি ডট, তারপর দুটি সিঙ্গেল। এরপরই শুরু হয় আকাশের ঝোড়ো ব্যাটিং ঝোড়ো। পরের ৮ বল টানা ৮ ছক্কা হাঁকিয়ে গড়েন বিশ্ব রেকর্ড।
ছক্কা হাঁকানোর রেকর্ডের পাশাপাশি আকাশ গড়েছেন আরো এক রেকর্ড। মাত্র ১১ বলেই পূর্ণ করেছেন নিজের ফিফটি। এই ফিফটি তে আকাশ ভেঙে দেন ২০১২ সালে কাউন্টি ক্রিকেটে ওয়েন নাইটের ১২ বলে ফিফটির রেকর্ড।
২৫ বছর বয়সী আকাশ এখন পর্যন্ত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত রান করেছেন ১৪.৩৭ গড়ে ৫০৩।
ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এআই