Connect with us
ক্রিকেট

ফিফটির রেকর্ডের পর জিম্বাবুয়েকে হারিয়ে দিল নামিবিয়া

After the record fifty, Namibia defeated Zimbabwe.
জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে নামিবিয়া। ছবি- নামিবিয়া ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা নামিবিয়ার ব্যাটার জ্যান ফ্রাইলিঙ্কের জন্য ছিল রেকর্ডগড়া ম্যাচ। এই ম্যাচে মাত্র ১৩ বলেই ফিফটি তুলে নেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর ব্যাটার হিসেবে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সবচেয়ে দ্রুতগতির ফিফটি। ফ্রাইলিঙ্কের রেকর্ডগড়া এই ফিফটির পর ম্যাচটিও জিতে নিয়েছে নামিবিয়া।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে নামিবিয়া। বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল পুঁজি পায় নামিবিয়া। জবাবে খেলতে নেমে ১৭৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নামিবিয়াকে ঝোড়ো শুরু এনে দেন ফ্রাইলিঙ্ক। ১৩ বলের ফিফটির পর শেষ ৩১ বলে ৭৭ রান করে বিদায় নেন তিনি। ৮ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। কিন্তু ওপেনারদের বিদাযয়ের পর মিডল অর্ডারে খুব বেশি রান তুলতে পারেনি নামিবিয়া।



পরবর্তীতে রুবেন ট্রাম্পেলম্যানের ২৪ বলে ৪৬ এবং শেষদিকে অ্যালেকজান্ডারের ১১ বলে ২০ রানের ক্যামিওতে ভর করে দুইশোর্ধ্ব রানের বিশাল পুঁজি পায় নামিবিয়া। জিম্বাবুয়ের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন সিকান্দার রাজা।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই চার উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর শন উইলিয়ামস একাই ম্যাচের হাল ধরেন। মাঝে তাকে ৩২ রান করে সঙ্গ দেন রায়ান বার্ল। তবে বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হন। দলটির অধিনায়ক সিকান্দার রাজা ৮ বলে ৮ রান করে ফিরেন।

জিম্বাবুয়ের জয়ের আশা বাঁচিয়ে রাখা উইলিয়ামস দলীয় ১৬২ রানের মাথায় ফিরে যান। এরপরই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় স্বাগতিকরা। ৪৫ বলে ১০ চার ও ২ ছক্কার মারে ৭৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন উইলিয়ামস। নামিবিয়ার পক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন জেজে স্মিত। এ ছাড়া ২টি করে উইকেট নেনে ইরাসমাস ও ট্রাম্পেলম্যান।

এই জয়ে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে নামিবিয়া। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। এতে ২-১ ব্যবধানের জয়ে সিরিজটি শেষ করলো জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট