Connect with us
ক্রিকেট

হারের পর শিশির ও বাজে ফিল্ডিংকে দায় দিলেন লিটন

After the defeat, Liton blamed dew and poor fielding.
লিটন দাস। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল টাইগাররা। তবে শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর সুযোগ ছিল লিটনদের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লিটনরা। 

আজ শুক্রবার (৩১ অক্টোবর) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে আগে ব্যাট করে ১৫২ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে খেলতে নেমে ১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

আজকের ম্যাচে বেশ খরুচে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তাছাড়া লেগস্পিনার রিশাদ হোসেন বেশকিছু উইকেট তুলে নিলেও বেশ খরুচে ছিলেন তিনি। বোলারদের এমন খরুচে হওয়ার জন্য মাঠেফ শিশিরকে দায়ী করেছেন লিটন।



ম্যাচশেষে লিটন বলেন, ‘কিছু জিনিস আছে যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। যখন আমরা ব্যাটিং করছিলাম তখন শিশির ছিল না। কিন্তু আমরা বোলিং করার সময় মাঠে শিশির ছিল।’

এই ম্যাচে সহজ দুটি ক্যাচ মিস করেছেন বদলি ফিল্ডার হিসেবে নামা তাওহীদ হৃদয় ও তানজিম সাকিব। আজকের হারের পেছনে এই বাজে ফিল্ডিংকেও কারণ হিসেবে দেখছেন লিটন। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

টাইগার দলপতি বলেন, ’যখন আপনি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করবেন, তখন সেটা কাটিয়ে ওঠা বেশ কঠিন। ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিতেই হয়। পুরো সিরিজ জুড়েই তারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে। সিরিজ শুরুর আগে আমি চেয়েছিলাম, আমরা যেন চ্যালেঞ্জের মুখে পড়ি। ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে সামনে ঘুরে দাঁড়াতে চাই।’

এর আগে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে সিরিজ হেরে হোয়াইটওয়াসের লজ্জায এড়াতে ব্যর্থ হয়েছে লিটন কুমার দাসের দল।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট