অবশেষে একসঙ্গে হাসলো রোহিত-কোহলির ব্যাট। ভারতীয় ক্রিকেট দলের এই সিনিয়র দুই ব্যাটার একসঙ্গে জ্বলে উঠেছেন। তাদের দুর্দান্ত জুটিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারিয়েছে ভারত। তাতে হোয়াইটওয়াশ এড়িয়ে নিজেদের মান রক্ষা করেছে টিম ইন্ডিয়া।
আজ শনিবার (২৫ অক্টোবর) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২৩৬ রান করেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির ১৭০ বলে ১৬৮ রানে অপরাজিত জুটিতে ৩৮.৩ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন রোহিত শর্মা। ১২৫ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১২১ রান করে অপরাজিত ছিলেন এই মারকুটে ওপেনার। অবশ্য আগের ম্যাচেও ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দুশ্চিন্তা ছিল কোহলিকে নিয়ে। প্রথম দুই ম্যাচে ডাক মারেন তিনি। টানা দুই ওয়ানডেতে ডাক মারার ঘটনা তার ক্যারিয়ারে প্রথম।
প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের পর তৃতীয় ওয়ানডেতে তার দলে জায়গা পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও দলে জায়গা করে নিয়েছেন এবং ব্যাট হাতেও জ্বলে উঠেছেন এই তারকা। সেঞ্চুরির দেখা না পেলেও ৮১ বলে ৭ চারের মারে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার।
টানা দুই ম্যাচে ব্যর্থতার পর ব্যাটে রান পেয়ে কোহলি জানান, কঠিন পরিস্থিতিই তার সেরাটা বের করে আনে। ম্যাচশেষে তিনি বলেন, ‘তুমি যতই ক্রিকেট খেলবে ততই কিছু না কিছু শিখবে। আমি প্রায় ৩৭ বছরের হতে চললাম। এখনও রান তাড়া করাটা আমার মধ্যে থেকে সেরাটা বের করে আনে। যখন সময় খারাপ থাকে, ব্যাটে রান আসে না, তখন খেলাটা চ্যালেঞ্জিং হয়। তবে এই কঠিন পরিস্থিতিই আমার মধ্যে থেকে সেরাটা বের করে আনে।’
রোহিত-কোহলির জুটিতে অসংখ্য ম্যাচ জিতেছে ভারত। অনেকদিন পর সেই পুরোনো জুটি দেখল ক্রিকেট বিশ্ব। এ নিয়ে কোহলি বলেন, ‘আসলে আমরা সেই ২০১৩ সাল থেকে এই অস্ট্রেলিয়ায় আমাদের জুটিটা শুরু হয়েছে। আমরা জানি, যদি আমরা একসঙ্গে ২০ ওভার খেলি, বড় পার্টনারশিপ গড়ি, তাহলে যে কোনো ম্যাচ জেতা সম্ভব। বিপক্ষও দলও এই বিষয়টা জানে।’
ওয়ানডে সিরিজ শেষে এবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। তবে এই সিরিজে দেখা যাবে না রো-কো জুটি। কেননা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দুজনেই।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/বিটি