Connect with us
ক্রিকেট

এনসিএলে সাদমানের পর এবার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি

মাহমুদুল হাসান জয়
মাহমুদুল হাসান জয়। ছবি: সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টির এবারের আসরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকালেন মাহমুদুল হাসান জয়। গতকাল প্রথম সেঞ্চুরি করেছিলেন টেস্ট ওপেনার সাদমান ইসলাম। বাঁহাতি এই ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন ৫৯ বলে।

আজ সেঞ্চুরি পেলেন আরেক টেস্ট ওপেনার হিসেবে পরিচিতি মাহমুদুল হাসান জয়। তিন অঙ্ক ছুঁতে তিনি বল খেলেছেন ৫৯ টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ চট্টগ্রামের হয়ে সিলেটের বিপক্ষে ৫ চার ও ৯ ছক্কায় ৬৩ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন জয়। জয়ের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই প্রথম সেঞ্চুরি।

সাদমানের মতো জয়ের গায়ে টেস্ট বিশেষজ্ঞের তকমা না লাগলেও তাঁর ব্যাটিংও টি-টোয়েন্টিসুলভ হিসেবে বিবেচনা করা হয় না। ২০২০ সালে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া জয় আজকের আগে ৬৪ টি-টোয়েন্টি খেলেছেন। তাতে ফিফটি পেয়েছেন ৭টি। সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৮৫ রানের। সেই ইনিংসের ৪ বছর পর টি-টোয়েন্টিতে আবারও সেঞ্চুরির দেখা পেলেন জয়।



সিলেটের বিপক্ষে আজ ৪০ বলে প্রথম ৫০ রান করেন। ফিফটির পর ঝোড়ো ব্যাটিং শুরু করে রানের গতি বাড়ান।

সিলেটের পেসার আবু জায়েদ রাহীর করা ১৫তম ওভারে তিন ছক্কা হাঁকান জয়। তাছাড়া পুরো ইনিংসে ছক্কা হাঁকা মোট ৯ টি। ৬৩ বলে ১৭৪.৬০ স্ট্রাইকরেটে ১১০ রান করে আউট হন তিনি। তার সেঞ্চুরিতে চট্টগ্রামের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০৬।

চট্টগ্রামের হয়ে আজ শুধু জয় নন, মুমিনুল হক, ইরফান শুক্কুরও ঝোড়ো ইনিংস খেলেছেন। ওপেনিংয়ে নেমে মুমিনুল হক ১৯ বলে করেন ৩২ রান। অন্যদিকে ইরফান শুক্কুর ২২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট