
ছোট দেশের বড় তারকা সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের কীর্তির তালিকা দিন দিন দীর্ঘই হচ্ছে। ভারতীয় ড্যাশিং ওপেনার রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন আগেই। এবার ভাঙলেন আরেক কিংবদন্তী বিরাট কোহলির রেকর্ডও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার রেকর্ড এখন রাজার।
গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ার দিন ম্যাচ সেরা হওয়ায় সিকান্দার রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার কীর্তি গড়েছেন। এই সংখ্যা আগে ১৬ বার ছিল কোহলি ও সুর্যকুমার যাদবের। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রাজা সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার মালিক।
গতকাল হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রাজার অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কা ১৭.৪ ওভারে ৮০ রানে অলআউট হয়, যেখানে রাজা ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। এই পারফরম্যান্সে জিম্বাবুয়ে ৫ উইকেটের জয়ে সিরিজে ফেরে।
উল্লেখ্য সব মিলিয়ে মালয়েশিয়ার ভিরানদীপ সিং ২২ বার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে শীর্ষে রয়েছেন। তবে মালয়েশিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়। সে হিসাবে রাজায় সিংহাসনে বসে আছেন।
আইসিসি পূর্ণ সদস্যের সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার তালিকা অনুযায়ী সিকান্দার রাজা ১৭ বার, বিরাট কোহলি ও সুর্যকুমার যাদব ১৬ বার, মোহাম্মদ নবি ও রোহিত শর্মা ১৪ বার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২বার টি-টোয়েন্টিতে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়ে শীর্ষে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৫/এনজি
