Connect with us
ক্রিকেট

রোহিতের পর কোহলির বিশ্বরেকর্ড ভেঙে সবার শীর্ষে বাবর

বাবর আজম ও বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মাকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনেছিলেন বাবর আজম। এবার তৃতীয় ম্যাচে তিনি ভাঙলেন বিরাট কোহলির আরেক বিশ্বরেকর্ড। গড়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ড। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে জয়ের রাতে দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছেন বাবর আজম। খেলেছেন ৪৭ বলে ৬৮ রানের ইনিংস। আর এতেই তিনি বিরাট কোহলির ৩৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি পেছনে ফেলে সর্বোচ্চ ৪০ ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন এই পাকিস্তানি তারকা ক্রিকেটার।

এর আগের ম্যাচে বনেছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। যেখানে তার নামের পাশে ১২৪ ইনিংসে রয়েছে সর্বোচ্চ ৪৩০২ রান। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন রোহিত শর্মা। ১৫১ ইনিংসে তিনি করেছিলেন ৪২৩১ রান। আর তালিকার তিনে থাকা বিরাট কোহলি করেছেন ১২৫ ইনিংসে ৪১৮৮ রান।



এবার এই কোহলি আর রোহিতকেই পেছনে ফেলে ফিফটির বিশ্বরেকর্ড গড়েছেন বাবর। কোহলির তুলনায় এক ইনিংস কম খেলেই তার ৩৯ ফিফটির রেকর্ড ভেঙে ৪০ বার অর্ধশত রানের ইনিংস খেললেন বাবর। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক রোহিত শর্মা। তার নামের পাশে রয়েছে ৩৭ ফিফটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি—

বাবর আজম ৪০ ফিফটি (১২৪ ইনিংস)

বিরাট কোহলি ৩৯ ফিফটি (১২৫ ইনিংস)

রোহিত শর্মা ৩৭ ফিফটি (১৫১ ইনিংস)

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট