Connect with us
ক্রিকেট

নাসিরের ফিফটির পর আকবরের ঝোড়ো ব্যাটিংয়ে ফাইনালে রংপুর

After Nasir’s fifty, Rangpur reach the final riding on Akbar Ali’s explosive batting.
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর। ছবি- বিসিবি

আকবর আলীর নেতৃত্বে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে রংপুর। এলিমিনেটরের পর এবার কোয়ালিফায়ার ম্যাচেও জয়সূচক এক ইনিংস খেলে দলকে ফাইনালে তুললেন এই উইকেটরক্ষক ব্যাটার।শুক্রবার (১০ অক্টোবর) আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে রংপুর। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে চার মেরে ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর।

রানতাড়ায় নেমে রংপুরকে দারুণ শুরু এনে দিয়েছিলেন নাসির হোসেন ও জাহিদ জাভেদ। তবে জাভেদ ২৮ বলে ৩৫ রান করে ফিরে গেলেও নাসির ফিফটি তুলতে ভুল করেননি। ওপেনিংয়ে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ৪১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।



এরপর আকব আলী এসে ২১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলে দলের জয়ে অনেকটা নিশ্চিত করেন। দলের জয়ের জন্য যখন ৪ রান প্রয়োজন, তখন ফিরে যান আকবর। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। তবে ১ রানের জন্য ম্যাচ গড়ায় শেষ বলে। এরপর নাঈম ইসলাম শেষ বলে চার মেরে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন হাসান মুরাদ ও মুমিনুল হক। এছাড়া একটি করে উইকেট নেন নাঈম হাসান ও রুবেল।

After Nasir’s fifty, Rangpur reach the final riding on Akbar Ali’s explosive batting.

বোলিংয়ে দারুণ ছিল রংপুর। ছবি- বিসিবি

এর আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৪৮ বলে ৫৮ রান করেন সাদিকুর রহমান। তার ইনিংসে ৩টি চার ও একটি ছক্কার মার ছিল। তবে ব্যাটিংয়ে মূল কাজটা করেছেন দলটির অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। মারকুটে এই ফিনিশার ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলে দলকে শক্তিশালী পুঁজি এনে দেন। এছাড়া ২৭ বলে ২৮ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

রংপুরের পক্ষে একটি করে উইকেট শিকার করেন এনামুল হক আনাম ও আলাউদ্দিন বাবু। তবে নাসির হোসেন উইকেট না পেলেও ভালো ইকোনমিতে বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করেন এই স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম : ১৬৭/৩ (২০ ওভার)

রংপুর : ১৭১/৬ (২০ ওভার)

ফলাফল : রংপুর ৪ উইকেটে জয়ী

এর আগে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা। আগামী রোববার (১২ অক্টোবর) শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা ও রংপুর।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট