আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী টেস্টে বাংলাদেশের জার্সিতে নিজের ১০০তম টেস্ট ম্যাচ খেলেন মুশফিক। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিজের ১৩তম শতক তুলে নিলেন তিনি। এবার সেঞ্চুরির খাতায় নাম লেখালেন লিটন কুমার দাস। ১৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন তিনি।
দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিক। কিন্তু সেঞ্চুরি হাঁকানোর পর আর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। ১০৬ রান করে ম্যাথু হাম্প্রেস এর বলে ধরা পড়ে সাজঘরে ফেরেন তিনি।
মুশফিক আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন লিটন কুমার দাস। তার সাথে ব্যাটিংয়ে-এ নামেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুজনের পঞ্চাশোর্ধ পার্টনারশিপে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে এগুচ্ছে। এরই মধ্যে লিটন কুমার দাস ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি পূর্ণ করলেন চার মেরে। ইতোমধ্যেই গতকাল তিনি টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন।
এর আগে গতকাল সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টসে জিতে ব্যাট হাতে নেওয়ার সিদ্ধান্তও সঠিক মনে হচ্ছিল ৫২ রানের ওপেনিং জুটিতে। কিন্তু সেশন শেষে দলীয় ১০১ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনই শুরুটা ভালো করলেও বড় ইনিংসের পথে এগোতে পারেননি। সাদমান ৩৫ ও মাহমুদুল ৩৪ রান করে ফিরেছেন। তারপর ইনিং গড়ার দায়িত্ব কাঁধে তুলেন নেন মুমিনুল ও মুশফিক। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত মুমিনুল আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুশফিক। তার সাথে পার্টনারশিপ গড়ে দলকে সামনে এগিয়ে নেন লিটন কুমার দাস।
সর্বশেষ তথ্য অনুযায়ী লিটন কুমার দাস ১০২* এবং মেহেদী হাসান মিরাজ ২৮* রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/টিএ