Connect with us
টেনিস

পিছিয়ে পড়েও ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে সেমিতে বাংলাদেশের জারিফ

After falling behind, Bangladesh’s Zarif defeats his Indian opponent to reach the semifinals.
শৌণক চ্যাটার্জিকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ। ছবি- টেনিস ফেডারেশন

ঢাকায় চলমান ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টে প্রত্যাবর্তনের এক দারুণ গল্প লিখলেন জারিফ আবরার। ভারতীয় প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছেন তিনি। ভারতের শৌণক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন এই তরুণ।

আজ (বুধাবার) রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে শৌণককে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন জারিফ।

এদিন ম্যাচের প্রথম সেটেই এগিয়ে যান শৌণক। জারিফকে ৫-৭ গেমে হারিয়ে লিড নেন তিনি। পরের দুই সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান জারিফ। দ্বিতীয় সেটে শৌণককে ৬-২ গেমের বড় ব্যবধানে হারিয়ে খেলায় সমতা ফেরান। ফলে তৃতীয় সেটে ফলাফলের জন্য অপেক্ষা ছিল রোমাঞ্চকর এক লড়াইয়ের।



তৃতীয় সেটের শুরুতেই ৩-০ গেমে লিড নেন জারিফ। তখনই মনে হচ্ছিল ফলাফল আসতে যাচ্ছে জারিফের পক্ষে। তবে তখনও অনেক রোমাঞ্চ বাকি ছিল। পরের গেমেই ঘুরে দাঁড়ান শৌণক। টানা ৫ গেম জিতে লিড নেন ৫-৩ ব্যবধানে। তখন জয়ের জন্য ফেবারিট বনে যান এই ভারতীয়। তবে হাল ছাড়েননি জারিফ। ফের ঘুরে দাঁড়ান এই তরুণ। টানা ৪ গেম জিতে শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে শৌণককে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন এই তরুণ।

সেমিফাইনালে জারিফের থাইল্যান্ডের আরিয়াফোল লিকুল। আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।

সেমিতে লিকুলকে হারিয়ে ফাইনালে উঠতে চান জারিফ এবং জিততে চান শিরোপা। আজ শৌণককে হারিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ সেমিফাইনালে ভালো খেলতে চাই। আমি আত্মবিশ্বাসী যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারব।’

উল্লেখ্য, গত ১১ অক্টোবর শুরু হয়েছে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট ১২টি দেশ অংশ নিয়েছে। যেখানে স্বাগতিক বাংলাদেশসহ রয়েছে অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামী ১৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস