Connect with us
ক্রিকেট

আফ্রিকার পর এবার ইংল্যান্ড মিশন বাংলাদেশের যুবাদের

After Africa, this time England mission is for Bangladeshi youth
সেপ্টেম্বরে ইংল্যন্ড সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট

আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে ভালোভাবেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশের যুবারা। আফ্রিকায় ব্যস্ত সূচি শেষে গতকাল (মঙ্গলবার) রাতেই দেশে ফিরেছে আজিজুল হাকিম তামিমের দল। এবার ইংল্যান্ড মিশন শুরু হচ্ছে যুবাদের। আগামী মাসেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড সফর করবে টাইগার যুবারা।

সদ্য সমাপ্ত আফ্রিকা সফরে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথমে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়েছে আজিজুলরা। এরপর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে টাইগার যুবারা। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে লড়বেন জাওয়াদ-আজিজুলরা।

আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৭ সেপ্টেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ। ৯ সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লন্ডনের বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে।



আফ্রিকা সফরে ১০ ওয়ানডে খেলে ৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ। এবার ইংল্যান্ড সিরিজেও ভালো কিছু করতে চায় টাইগাররা। আসন্ন এই সিরিজটি বেশ রোমাঞ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সিরিজটা বেশ রোমাঞ্চকর হবে। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। বাকিটা আল্লাহ ভরসা।’

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ডের মাটিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট