
চলমান নারী বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে আজ (বুধবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতে আগে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল দলটি। একশ রানের আগেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তান। তবে বেথ মুনির লড়াকু সেঞ্চুরি ও অ্যালানা কিংয়ের ফিফটিতে ব্যাটিং বিপর্যয়ের পরও বড় পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করেন বেথ মুনি। ১১৪ বলে ১১ চারের মারে ইনিংসটি সাজান এই ব্যাটার।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন অ্যালানা কিং। এছাড়া অধিনায়ক অ্যালিশা হিলি ২৩ বলে ২০ ফোবি লিচফিল্ড ২২ বলে ১০ রান করেন। কিম গার্থের ব্যাট থেকে ৪৭ বলে আসে ১১ রান। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন নাসরা সান্ধু। ১০ ওভারে এক মেডেনসহ ২৯ রান দিয়ে ২ উইকেট নেন রামিন শামীম। এছাড়া ফাতিমা সানা ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২টি এবং দিয়ানা বেগ ও সাদিয়া ইকবাল একটি করে উইকেট নেন।
এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানে অ্যালিশাকে হারায় অস্ট্রেলিয়া। দলীয় একই রানে ফিরে যান আরেক ওপেনার ফোবি লিচফিল্ড। দলীয় ৫৫ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এবার ফিরে যান এলিস পেরি। এরপর এলিস ফেরার পরেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৭৭ রানের মধ্যে একে একে অ্যানাবেল সাদারল্যান্ড, আশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগার্থ ও জর্জিয়া ওয়ারেহ্যাম ফিরে যান।
এক প্রান্তে ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যে থাকলেও অপরপ্রান্ত আগলে খেলে যান মুনি। অষ্টম উইকেটে কিম গার্থ ও মুনির ৩৮ রানের জুটিতে শতরান পেরোয় তারা। দলীয় দলীয় ১১৫ রানে ফিরে যান গার্থ। এরপর অ্যালানা কিংকে নিয়ে ৯৭ বলে ১০৬ রানের জুটি গড়েন মুনি। তাতে দলীয় দুইশ পেরিয়ে শক্তিশালী পুঁজি গড়তে সক্ষম হয় দলটি।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/বিটি
