Connect with us
ক্রিকেট

অশান্তি থামাতে ভূমিকা রাখায় ট্রাম্পকে কৃতজ্ঞতা জানালেন আফ্রিদি

Shahid Afridi thanks to Trump for stopping unrest
ডোনাল্ড ট্রাম্প এবং শহীদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

গেল কিছুদিন ধরেই পারস্পরিক অস্থিরতা বিরাজ করছিল ভারত এবং পাকিস্তানে। দুই দেশের হামলা পালটা-হামলার রেশ দেখা গিয়েছিল উভয় দেশের ক্রিকেটাঙ্গনেও। তবে গতকাল ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

গতকাল রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আফ্রিদি লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধ বিরোধী একটি ইতিবাচক পদক্ষেপ, এগিয়ে আসার জন্য ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প।’

তার সেই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘শান্তির জন্য পাকিস্তানের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দেখেছি বিশ্ব; এখন সময় হয়েছে আন্তরিক সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান, করা যা বহু দশক ধরে অমীমাংসিত হয়ে আছে। আমি আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় সঠিক তথ্য যাচাই করে নিজেদের সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন:

» পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

» বিদেশি লিগে নেমেই গোল-অ্যাসিস্টে দাপট দেখালেন বাংলাদেশিরা

আফ্রিদি বেসামরিক জনগণের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি নিজ দেশের সশস্ত্র বাহিনীর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে আমি সেই সমস্ত নিরীহ শিশু ও সাধারণ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছি, যারা এই উত্তেজনার শিকার হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিবেদিতপ্রাণ ও আবেগপ্রবণ সদস্যদের জানাই শ্রদ্ধা— তোমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়নি।’

উল্লেখ্য, ভারত পাকিস্তানের উত্তেজনার জেরে স্থগিত হয়েছে উভয় দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এবং পিএসএল। পরিস্থিতি বিবেচনা করে টুর্নামেন্টের বাকি অংশ পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে উভয় দেশের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন দুই টাইগার ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন।

ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট