Connect with us
ক্রিকেট

৩৮ বছর বয়সে টেস্ট অভিষেক ঘটলো আফ্রিদির

মিরাজ আফ্রিদি ও শাহীন আফ্রিদি
আসিফ আফ্রিদিকে টেস্ট ক্যাপ পরালেন শাহীন আফ্রিদি। ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ পাকিস্তানের টেস্ট দলে অভিষেক হলো বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির। বয়স ৩৮ বছর ২৯৯ দিন। টেস্টে নামার আগে টসের সময় তার হাতে ক্যাপ তুলে দেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু অবাকের বিষয় যে, শাহিন আসিফের চেয়ে প্রায় ১৩ বছরের ছোট এবং তার টেস্ট অভিষেক হয়েছে সাত বছর আগে।

ক্যাপ পরানোর সময় শাহিন বলেন, “যখন আসিফ আফ্রিদি তার সেরা ছন্দে খেলতেন, আমি তখন আমার ভাইয়ের সঙ্গে মাঠে যেতাম শুধু তাকে দেখতে। তিনি সবসময় কঠোর পরিশ্রম করেছেন, কখনো হাল ছাড়েননি। ন্যাশনাল টি-২০, পিএসএল সব জায়গায় দারুণ খেলেছেন। আপনি এই সুযোগের যোগ্য, অভিনন্দন।”

পেশোয়ারের এই স্পিনার দেশের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে নিয়েছেন ১৯৮ উইকেট, যেখানে ১৩ বার পেয়েছেন পাঁচ উইকেট।



আসিফ পাকিস্তানের ইতিহাসে তৃতীয় সবচেয়ে বয়সী ক্রিকেটার, যিনি টেস্ট অভিষেক করেছেন। তার চেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল কেবল দুইজনের একজন মিরান বখশ এবং আরেকজন আমির এলাহীর। ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে ৪৭ বছর বয়সে অভিষেক হয়েছিল মিরান বখশের, আর ১৯৫২ সালে দিল্লিতে ৪৪ বছর বয়সে পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলেছিলেন আমির এলাহী।

একুশ শতকে এসে আসিফ আফ্রিদি দ্বিতীয় বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে নামলেন। তার আগে ২০১৮ সালে ৩৯ বছর বয়সে ইংল্যান্ডের এড জয়েস খেলেছিলেন।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আসিফ আফ্রিদি এখন ১০ম সবচেয়ে বয়সী খেলোয়াড়, যিনি এতো দেরিতে টেস্ট ক্যারিয়ার শুরু করেছেন। সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডটি জেমস সাদারল্যান্ডের, যিনি ইতিহাসের প্রথম টেস্টেই খেলেছিলেন ৪৯ বছর বয়সে।

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট