গতকাল (শনিবার) শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। প্রথম রাউন্ডে চলছে চারটি ম্যাচ। প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেন চার ব্যাটার। এবার দ্বিতীয় দিনেই আফিফের হাত ধরে এলো চলতি আসরের প্রথম হ্যাটট্রিক।
আজ (রোববার) এনসিএলের দ্বিতীয় দিন বরিশালের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন স্পিনার আফিফ হোসেন। টানা তিন এলবিডব্লুতে হ্যাটট্রিক তুলে নিয়েছেন এই অফস্পিনার। এই হ্যাটট্রিকের পথে তার শিকার শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়া।
গতকাল খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান সংগ্রহ করে খুলনা। তবে আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে নেমে এক রান যোগ করেই গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন শেখ জীবন। এছাড়া জিয়াউর রহমান ৬৯, ইমরানুজ্জামান ৪৩ এবং সৌম্য সরকার ৩৭ রান করেন।
গতকাল ব্যাট হাতে কোনো রানই করতে পারেননি আফিফ। পাঁচে খেলতে নেমে গোল্ডেন ডাক মেরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দারুণ এক কীর্তি গড়ে নিলেন এই অফস্পিনার।
এদিন হ্যাটট্রিকের আগেই ৩ উইকেট শিকার করেন আফিফ। হ্যাটট্রিকের পর তার উইকেট শিকারের ঝুলিতে যোগ হয় আরও ৩টি উইকেট। তাতে ১০.৫ ওভারে ৩১ রান খরচ করে মোট ৬ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।
আফিফের বোলিং দাপটে ১২৬ রানেই গুটিয়ে যায় বরিশাল। তাতে প্রথম ইনিংসে ১৮৭ রানের বিশাল লিড পায় খুলনা। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন জাহিদুজ্জামান। দেড়শোর আগেই অলআউট হয়ে ফলোঅনে পড়ে বরিশাল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে দলটি। এখনো ৬৮ রানে পিছিয়ে তারা।
বরিশালের পক্ষে মাঠে আছেন শামসুর রহমান (২৪*)ও তাসামুল হক (৩*)। ৪০ রান করে ফিরে গেছেন ওপেনার ইফতেখার হোসেন। এছাড়া ফজলে মাহমুদের ব্যাট থেকে এসেছে ৩২ রান। খুলনার হয়ে নাহিদ ইসলাম ২টি এবং সফর আলী ও ইয়াসিন মুন্তাসির একটি করে উইকেট নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/বিটি