
এই তো কিছুদিন আগেই মিয়ানমার থেকে এশিয়ান কাপের টিকিট নিয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী দল। এবার সেই দলের বড় একটা অংশ নিয়েই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
কোচ পিটার বাটলারের অধীনেই খেলবে বাংলাদেশ নারী দল। যেখানে থাকছে মিয়ানমারে খেলা জাতীয় দলের ৯ সদস্য। আর দলের অধিনায়ক হিসেবে থাকছেন সেই আফঈদা খাতুন। এবারের স্বাগতিক দল বাংলাদেশ নামবে শিরোপা ধরে রাখার মিশনে। গেল আসরের যৌথ চ্যাম্পিয়ন ভারত থাকছে না এবারের আসরে।
টুর্নামেন্ট শুরুর আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক ও কোচ। যেখানে ভালো খেলার প্রত্যাশা জানিয়েছেন আফঈদা, ‘আমাদের প্রস্তুতি ভালো। মিয়ানমারে বাছাই খেলতে যাওয়ার কারণে খুব বেশি সময় পাইনি। তারপরও যতটুকু সময় পেয়েছি, প্রস্তুতি নিয়েছি। প্রতিটি দলের বিপক্ষেই আমাদের ভালো ফুটবল খেলতে হবে।’
আরও পড়ুন:
» জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল রংপুর রাইডার্স
» ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর যা বললেন সাকিব
এই টুর্নামেন্টকে তরুণদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বাটলার, ‘কারা সিনিয়র খেলোয়াড় নিয়েছে, কারা নেয়নি; এটা নিয়ে ভাবতে চাই না। আমরা আমাদের দলের উন্নতির প্রয়োজনে নিয়েছি। যেকোনো মূল্যে জিততে হবে- আমি এমনটা বিশ্বাস করি না। এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের মেলে ধরার এবং তাদের গেমটাইম দেওয়ার টুর্নামেন্ট।’
আজ শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বেলা ৩টায় মাঠে গড়াবে এই খেলা। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে জুনিয়র এই সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। চার দলের টুর্নামেন্ট বলে খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলের হাতে উঠবে ট্রফি।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এফএএস
