
চলতি মাসেই আফঈদা খন্দকারের নেতৃত্বে লাওসের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার জাতীয় দল নয়, ভুটানের একটি ক্লাবের হয় আরেকটি নতুন কীর্তিতে নাম লেখাতে যাচ্ছেন আফঈদা।
প্রথমবারের মতো এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা। ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাবের হয়ে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন এই ডিফেন্ডার।
আফঈদার সঙ্গে ক্লাবটিতে আছেন আরো ৪ বাংলাদেশি ফুটবলার তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপা। আগে থেকেই ক্লাবটিতে খেলছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। সম্প্রতি শাহেদা আক্তার রিপাকে দলে ভেড়ায় ক্লাবটি। এরপর আফঈদা ও স্বপ্নাকে শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্যই দলে নিয়েছে ক্লাবটি।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দলের সঙ্গে লাওসের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের এই ৫ ফুটবলার। আগামী ২৫ আগস্ট শুরু হবে আফঈদা-তহুরাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন।
নারীদের চ্যাম্পিয়ন্স লিগে রয়েল থিম্পু কলেজ খেলবে প্রাথমিক পর্বে। যেখানে গ্রুপ ডি তে রয়েছে তারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চাইনিজ তাইপের ক্লাব কাওশিউং অ্যাটাকারস, উত্তর কোরিয়ার ক্লাব নাইগোহিয়াং ও লাওসের ক্লাব মাস্টার। এই গ্রুপ থেকে যেকোনো একটি দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা পাবে। তাই পয়েন্ট টেবিলের শীর্ষ দলই গ্রুপ পর্বে খেলবে।
আগামী ২৫ থেকে ৩১ আগস্ট প্রাথমিক পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আফঈদা-তহুরাদের ক্লাব রয়েল থিম্পু কলেজ ২৫ আগস্ট কাওশিউং অ্যাটাকারস, ২৮ আগস্ট নাইগোহিয়াং এবং ৩১ আগস্ট মাস্টারের মুখোমুখি হবে। ডি গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে।
প্রসঙ্গত, এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে এই রয়েল থিম্পু কলেজ ক্লাবের হয়েই খেলেছিলেন ৩ বাংলাদেশি ফুটবলার। তারা হলেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। এবার আরো ৫ ফুটবলার অভিষেকের অপেক্ষায়।
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৫/বিটি
