
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দেশে ম্যাচ আয়োজনের মতো মাঠ না থাকায় মিয়ানমারের বিপক্ষে হোম ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল আফগানিস্তান। সেই অনুরোধে সাড়া দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১৮ নভেম্বর আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। একই দিনে বাছাইপর্বের ‘সি’ গ্রুপে ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ।
আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনে সম্মতি দিয়ে বাংলাদেশ এখন ‘নিরপেক্ষ হোম ভেন্যু’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে নতুন ভূমিকা নিতে যাচ্ছে। বাফুফে এক বিবৃতিতে জানিয়েছে, এই আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল আয়োজনে বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
আফগানিস্তান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বাফুফেকে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিল। পরে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের অনুমোদনের পর ম্যাচটি ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ, যেখানে দুই বিদেশি দল মুখোমুখি হবে বাংলাদেশের বাইরে থেকে।
উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপ সি-তে ছিল এবং ভারত, হংকং ও সিঙ্গাপুরের সাথে খেলেছে। বাছাই পর্বের ম্যাচগুলো হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/টিএ
