
আগের ম্যাচেই যে পাকিস্তানকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল, আজ সেই পাকিস্তানের কাছেই নাকানি-চুবানি খেলো আফগানিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানদের উড়িয়ে শিরোপা উল্লাসে মেতে উঠেছে পাকিস্তান।
শারজাহ স্টেডিয়ামে রশিদ খানদের ৭৫ রানে হারিয়েছে সালমান আগার দল। আগে ব্যাটিং করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে। শিরোপার জন্য আফগানদের সামনে লক্ষ্য ছিল ১৪২ রান। কিন্তু নওয়াজ ও আবরারদের বোলিং তোপে মাত্র ৬৬ রানেই অলআউট হয়ে যায় রশিদ খানের দল।
রবিবার (৭ সেপ্টেম্বর) আরব আমিরাতের ঐতিহাসিক শারজাহর মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেন পাক ক্যাপ্টেন সালমান। কিন্তু ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে অধিনায়কের সিদ্ধান্তকে দ্বিধাদ্বন্দে ফেলে দেন ওপেনার শাহিবজাদা ফারহান। তবে দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান ফখর জামান-সায়েম আইয়ুব।
ব্যক্তিগত ১৭ রানে সায়েম যখন ফেরেন তখন দলীয় স্কোর ৪৯, দুই রানের ব্যবধানে ৫১ রানের সময় ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরে যান ফখর। এরপর ছোট ছোট জুটিতে এগিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক সালমান ২৬ বলে ২৬ রানের মন্থর ইনিংস খেলে দলকে নির্ভার রাখেন।
হাসান নওয়াজ ৮ বলে ১৫, মোহাম্মদ নওয়াজ ২১ বলে ২৫ এবং ফাহিম আশরাফ ৮ বলে ১৫ রান করে দলকে প্রায় দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান। বল হাতে আফগানদের হয়ে রশিদ খান ৩টি, ফজল হক ফারুকী ও নুর আহমেদ ২টি করে উইকেট লাভ করেন।
আগের ম্যাচে পাকিস্তানের হারানোর দুই নায়ক সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান আজ জ্বলে উঠতে পারেননি। ৬৬ রানে গুটিয়ে যাওয়া আফগানদের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে রশিদ খানের ব্যাট থেকে। সেদিকুল্লাহর ১৩ রান ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
পাকিস্তানের হয়ে বল হাতে ভেলকি দেখিয়েছেন বাহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে ১ মেডেন একটি হ্যাটট্রিকসহ ৫টি উইকেট তুলে নিয়েছেন। ৫ম ওভারের ৫ম বরে দারুইশ রাসুলিকে, ষষ্ঠ বলে আজমতুল্লাহকে এবং সপ্তম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে তৃতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন নওয়াজ।

১২০ রান ও ১০ উইকেট নেয়া নওয়াজ সিরিজ সেরা। ছবি- পিসিবি
নওয়াজের ৫ উইকেট ছাড়া আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ২টি করে এবং শাহীন আফ্রিদি একটি উইকেট লাভ করেন। ব্যাট হাতে ২১ বলে ২৫ রান ও বল হাতে ৫ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হন নওয়াজ। সিরিজে ৫ ম্যাচে ১২০ রান ও ১০ উইকেট নেয়ায় সিরিজ সেরাও হন তিনি।
ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/এজে
