Connect with us
ক্রিকেট

বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

Afghanistan open Asia Cup with a big win.
হংকংয়ে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। ছবি- সংগৃহীত

বড় জয়ে ২০২৫ এশিয়া কাপ শুরু করল ‘বি’ গ্রুপের অন্যতম ফেভারিট দল আফগানিস্তান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রশিদ খানের দল।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় হংকং। আফগানিস্তানের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পাওয়াপ্লেতেই ফিরে যায় হংকংয়ের চার ব্যাটার। ওমরজাইয়ের শিকার হয়ে ওপেনার জিশান আলি ফেরেন ৮ রানে। আরেক ওপেনার আনশুমান রাথ ফজলহক ফারুকীর বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন। এ ছাড়া দুজন ফেরেন রানআউট হয়ে।



এরপর বাবর হায়াত ও কিঞ্চিৎ শাহ মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে পঞ্চম উইকেট জুটিতে ২১ রানের বেশি যোগ করতে পারেননি তারা। কিঞ্চিৎকে ৬ রানে ফিরয়ে এই জুটি ভাঙেন নুর আহমেদ। দলীয় ৬৩ রানে ষষ্ঠ উইকেট হারায় হংকং। একপ্রান্ত আগলে খেলতে থাকা বাবর হায়াতকে ফেরান গুলবাদিন নাইব। ৪৩ বলে ৩ ছক্কায় ৩৯ রান করেন এই ব্যাটার। বাকিরা কেউই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

আফগানিস্তানের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন ফজলহক ফারুকী ও গুলবাদীন নাইব। এ ছাড়া একটি করে উইকেট নেন ওমরজাই, রশিদ খান ও নুর আহমেদ।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের হয় ফিফটি করেন সেদিকুল্লাহ অতল। ৫২ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ৭৩ রান করে অপরাজিত ছিলেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই অলরাউন্ডার। এ ছাড়া ২৬ বলে ৩৩ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে।

হংকংয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আয়ুশ শুকলা ও কিঞ্চিৎ শাহ। এ ছাড়া একটি করে উইকেট নেন আতিক ইকবাল ও ইশান খান।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট