Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান

Afghanistan leveled the series by defeating Bangladesh.
বাংলাদেশের যুবাদের ১০২ রানে হারিয়েছে আফগানিস্তানের যুবারা। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করেছিল টাইগার যুবারা। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ম্যাচে জিতে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। তবে এবার জিততে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের সহজেই হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে আফগান যুবারা।

আজ (বুধবার) সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফলে সিরিজে ১-১ সমতা তৈরি হয়েছে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ানে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আগে খেলতে নেমে ফয়সাল খান আহমাদজাইয়ের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান তুলে আফগানিস্তান। আহমাদজাই ১০৫ বলে ১৪ চার ও ২ ছক্কার মারে ১০০ রানের ইনিংস খেলেন।



সফরকারীদের হয়ে ফিফটি হাকান অধিনায়ক মাহবুব খান। ৭৮ বলে ৬ চারের মারে ৭৮ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। এছাড়া ওপেনার ওসমান সাদাত ৩৬ বলে ২৬ উজাইরউল্লাহ নিয়াজি ৩৫ বলে ৩১ রান করেন।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন আজিজুল হাকিম তামিম। সমান ওভারে ৫২ রান দিয়ে ২টি উইকেট নেনে আল ফাহাদ। এছাড়া একটি করদ উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও সামিউন বসির রাতুল।

জবাবে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ বলে ৭১ রান করেন কালাম সিদ্দিকি আলিন। আগের ম্যাচে জয়সূচক সেঞ্চুরি করেছিলেন তিনি। ৫০ বলে ৫২ রান আসে রিজান হোসেনের ব্যাট থেকে। তিনিও প্রথম ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। তবে আজ তারা ম্যাচ শেষ করতে পারেননি।

এর বাইরে বাকি ব্যাটারর‍্য হতাশ করেছেন। ওপেনার জাওয়াদ আবরার ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে ২৫ রান করে ফিরে যান এই মারকুটে ব্যাটার। আরেক ওপেনার রিফাগ বেগ কোনো রান করেই ফিরে যান। অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। এছাড়া আব্দুল্লাহ ২, রাফিউজ্জামান ৮ এবং রাতুল ফেরে ডাক মেরে।

আফগানিস্তানের পক্ষে জাইতুল্লাহ শাহীন ৯.২ ওভারে ৪০ রান খরচ করে ৪টি উইকেট নেন। ৭ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেনে ওয়াহিদউল্লাহ জাদরান। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজি ৮ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ২৭৫/৭ (৫০ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৭৩/৯ (৩৭.২ ওভার)

ফলাফল : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১০২ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট