
এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে লম্বা সফরে যায় দলটি।
অপরদিকে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর গত মাসে ইংল্যান্ড সফরে যায় টাইগার যুবারা। সফরে স্বাগতিকদের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচই পরিত্যক্ত হয়ে যায়। সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
ব্যস্ত সময় কাটিয়ে বর্তমানে কিছুদিনের বিশ্রামে রয়েছে দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আবার মাঠে ফেরার কথা রয়েছে তাদের। এর মাঝে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের।
ভেন্যু চূড়ান্ত না হলেও আগামী ২৫ অক্টোবর থেকে ৯ নভেম্বরের মধ্যে সিরিজটি অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। বিশ্বকাপ সামনে রেখে যুবা ক্রিকেটারদের সব রকমের প্রস্তুতি সম্পন্ন করতে আফগানদের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারে দুদল।
অপরদিকে চলতি বছরে নভেম্বরের যে শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া যুব এশিয়া কাপ সামনে রেখে বেশ ব্যস্তসূচি পার করছে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন দলটি। আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপের জন্যও বেশ ভালোভাবেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশের যুবারা।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এনজি
