Connect with us
ক্রিকেট

উপকার ভুলে সীমান্তে আগ্রাসন চালাচ্ছে আফগানিস্তান: আফ্রিদি

Shahid Afridi in Bpl
শহীদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার রাজনীতিতে। তবে গেল শুক্রবারে পাকিস্তানের হামলায় সীমান্তবর্তী অঞ্চলে তিন স্থানীয় আফগান ক্রিকেটার নিহতের ঘটনার পর ক্রিকেটাঙ্গনেও দেখা দিয়েছে সেই উত্তেজনার রেশ। রশিদ-নবীরা পাকিস্তানের আচরণকে ‘বর্বর’ ও ‘অমানবিক’ আখ্যা দিয়েছিল।

এবার পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটার মুখ খুললেন সীমান্ত উত্তেজনার প্রসঙ্গে। তার মতে দুঃখের সময়ে প্রতিবেশী পাকিস্তানের কাছ থেকে পাওয়া উপকার এখন ভুলে গেছে আফগানিস্তান। তাদের ‘ভাইপ্রতিম ইসলামী দেশ’ আখ্যা দিয়েছেন আফ্রিদি। কিন্তু তিনি মনে করেন আগে সীমান্তে হামলার ঘটনার প্রেক্ষিতেই কেবল প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবেই দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি।’



তিনি আরও বলেন, ‘তবুও বেশ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে। আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামী দেশ। সুতরাং আফগানিস্তান যেন এমন কোনো দেশের হাতে ব্যবহৃত না হয়, যে দেশ পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’

গেল শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের সেই হামলায় তিন আফগান ক্রিকেটারসহ আটজন নিহত হয়েছিলেন বলে দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছেন অন্তত সাতজন। আফগান গণমাধ্যমের তথ্যমতে, উরগন জেলার তিন ক্রিকেটার কাবির, সিবগাতুল্লাহ ও হারুন। এমন ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছিলেন দেশটির সকল তারকা ক্রিকেটাররা।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট