Connect with us
ক্রিকেট

স্বপ্নভঙ্গের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেল আফগানিস্তান

afghanistan cricket
আফগানিস্তান ক্রিকেট দল ও আইসিসি। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরে সুপার ফোরে খেলার স্বপ্নভঙ্গ হয়ে বিদায়ের পাশাপাশি এবার আরও দুঃসংবাদ পেল আফগানিস্তান দল।

আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে দুই আফগান স্পিনার নুর আহমেদ এবং মুজিব উর রহমানকে তিরস্কার করা হয়েছে।

ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি গতকাল এক অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের শাস্তির কথা নিশ্চিত করেছে।



তিরস্কারের পাশাপাশি দুই আফগান ক্রিকেটারের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত দুই বছরে প্রত্যেকেরই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। দুই ফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব, বীরেন্দ্র শার্মা, তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি এবং চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত অভিযোগ এনেছেন এই দুই স্পিনারের বিরুদ্ধে।

পরে আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তাদের শাস্তি দিয়েছেন। তবে দুজনই তাদের নিজেদের দোষ স্বীকার করায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে নুর আহমেদের বিরুদ্ধে।

এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তোষ প্রকাশ করলে শাস্তির বিধান রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের ১৭ তম ওভারের নুর আহমেদের করা একটি বলে আম্পায়ার ওয়াইড ঘোষণা করলে নুর আহমেদ অসন্তোষ প্রকাশ করেন।

মুজিবের বিরুদ্ধে আইসিসির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মুজিব তার তোয়ালে দিয়ে স্ট্যাম্প ভেঙ্গেছেন।

এছাড়া লঙ্কানদের গ্রুপ পর্বের তৃতীয় জয় নিশ্চিত করেছে বাংলাদেশের সুপার ফোর। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার ৬ উইকেটে জয় বাংলাদেশকে পৌঁছে দিয়েছে সুপার ফোরে।

অপরদিকে দুবাইয়ে গতরাতে সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর সুপার ফোরের অপর দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টাইগারদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লিটন, তানজিদ, হৃদয়, শামীম, জাকেরদের নিয়ে গড়া তরুণ দলের উপরই ভরসা রাখছে বাংলাদেশ। সঙ্গে রয়েছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট