
এশিয়া কাপে গ্রুপ-বি থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়ে গ্রুপের রানার্সআপ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত হয়েছে টাইগারদের। তাতে বিদায় নিয়েছে আফগানিস্তান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বি-গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আর ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তানের ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট এবং সবগুলো ম্যাচ হারায় কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে হংকং।
এদিন আবুধাবিতে রানতাড়ায় নেমে ঝোড়ো শুরুর আভাস দেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে সবশেষ দুই ম্যাচে ফিফটি হাকানো নিসাঙ্কা আজ দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হন। ৫ বলে ৬ রান করে ফেরেন এই মারকুটে ওপেনার। এরপর কামিল মিশরাও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনে নেমে ১০ বলে ৪ রান করে ফেরেন এই ব্যাটার।
এরপর কুশল পেরেরা ও মেন্ডিস মিলে শুরু ধাক্কা সামাল দেন। তৃতীয় উইকেটে ৩৬ বলে ৪৫ রান যোগ করেন তারা। দলীয় ৯২ রানের মাথায় পেরেরাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুজিব-উর-রহমান। ২০ বলে ২৮ রান করে ফেরেন পেরেরা।
এরপর চারিথ আসালাঙ্কা এসে ১২ বলে ১৭ রান যোগ করে নুর আহমেদের শিকার হয়ে ফেরেন। পরবর্তীতে কুশল ও কামিন্দু মেন্ডিস মিলে ২৩ বলে ৫২ রানের অপরাজিত জুটি গড়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন। কুশল ৫২ বলে ১০ চারের মারে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর কামিন্দু ১৩ বলে ২ ছক্কার মারে ২৬ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৬০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নবি। বিধ্বংসী এই ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কার মার ছিল। এছড়া রশিদ খান ২৩ বলে ২৪, ইব্রাহিম জাদরান ২৭ বলে ২৪, সেদিকুল্লাহ অটল ১৪ বলে ১৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৮ বলে ১৪ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন নুয়াশ থুশারা। এছাড়া একটি করে উইকেট নেন দাসুন শানাকা, দুশমন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান: ১৬৯/৮ (২০ ওভার)
শ্রীলঙ্কা: ১৭১/৪ (১৮.৪ ওভার)
ফলাফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/বিটি
