Connect with us
ক্রিকেট

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি- গুগল

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে ঢাকায় পা দেয় আফগান শিবির। এদিন সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলের প্রথম বহর।

এ বহরে দলটির টেস্ট স্কোয়াডের ১০ ক্রিকেটার এসেছেন। আজ দ্বিতীয় বহরও ঢাকায় পৌঁছাবে। তবে ইনজুরির কারণে দলের সঙ্গে আসেননি দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান। এছাড়া আফগান দলে মুজিবুর রহমানের মতো স্পিনারও নেই।

এদিকে আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্ট মিরপুরের মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

আফগানিস্তানের টেস্ট দল:

হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।

আরও পড়ুন: সাকিবের মাঠে ফেরা নিয়ে সুখবর দিল বিসিবি

ক্রিফোস্পোর্টস/১০জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট