ভারতের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের বিপক্ষে ঢাকায় একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। সবকিছু প্রায় ঠিকঠাকই ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ম্যাচটা আর হচ্ছে না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বললেন, আফগানিস্তান হঠাৎ করেই সফর বাতিল করেছে। একেবারে শেষ সময়ে সিদ্ধান্তটা বদলেছে ওরা।
১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে একটা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তারিখ-সময়ও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আফগানিস্তান জানিয়ে দিল, তারা আর আসছে না।
আফগানিস্তানেরও ১৮ নভেম্বর ঢাকায় মিয়ানমারের বিপক্ষে বাছাই ম্যাচ ছিল কিংস অ্যারেনায়। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে রাজি হয়নি। মিয়ানমার না আসায় আফগানিস্তানও সফর বাতিল করল।
গোলাম গাউস জানালেন, “আফগানিস্তান স্পষ্টই বলে দিয়েছে, তারা আসবে না। কারণ, মিয়ানমারও খেলতে চায় না। এখন আমরা ১৩ নভেম্বরের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজছি। কয়েকটা দেশের সঙ্গে কথা চলছে, দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত কিছু বলতে পারবো।” বাফুফে ইতিমধ্যে দুই দেশের সঙ্গে আলোচনা করেছে। নেপাল থেকে ইতিবাচক ইঙ্গিতও পাওয়া গেছে।
বাংলাদেশ দল এখন ঢাকায়ই অনুশীলন করছে ভারতের ম্যাচের প্রস্তুতি নিতে। ফেডারেশন চায় অন্তত একটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হোক, যাতে আসল ম্যাচের আগে খেলোয়াড়দের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করা যায়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ দল নেপালে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটা ঠিকঠাক হলেও, নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় ৯ তারিখের দ্বিতীয় ম্যাচটা বাতিল হয়। তখন নেপালের অস্থিরতার কারণে বাংলাদেশ দলকে বিশেষ ফ্লাইটে বাড়ি ফিরতে হয়েছিল।
বাফুফের ঘনিষ্ঠ একটি সূত্র জানালো, এবার নেপাল ঢাকায় এসে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে। বিষয়টা নিয়ে আলোচনা চলছে, যদিও ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/টিএ