
সপ্তাহ দুয়েক পরেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি-টোয়েন্টিতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজকে সামনে রেখে আজ বুধবার (২৭ আগস্ট) ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
গত রোববার (২৪ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। তবে সেই দল থেকে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে তারা। ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকবেন নাভিন-উল-হক। এই পেসারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আব্দুল্লাহ আহমদজাই। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই বোলার।
আগামী ২৯ আগস্ট মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজ, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে শিরোপার লড়াইয়ে খেলবে।
আগামী ২৯ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এরপর ৩০ আগস্ট পাকিস্তান-আরব আমিরাত, ১ সেপ্টেম্বর আফগানিস্তান-আরব আমিরাত, ২ সেপ্টেম্বর পাকিস্তান-আফগানিস্তান, ৪ সেপ্টেম্বর পাকিস্তান-আরব আমিরাত, ৫ সেপ্টেম্বর আফগানিস্তান-আরব আমিরাত এবং ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে সিরিজটি। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের স্কোয়াড—
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ ইশহাক, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, করিম জানাত, শরফুদ্দিন আশরাফ, নুর আহমদ, মুজিব উর রহমান, আল্লাহ গজনফার ও আব্দুল্লাহ আহমদজাই।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৫/বিটি
