
২০২৫ এশিয়া কাপের মঞ্চ প্রস্তুত। আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। মহাদেশীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে সেরা খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজাতে শুরু করেছে দলগুলো। গতকাল (৪ আগস্ট) এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড করেছিল বাংলাদেশ। এবার এই তালিকায় যোগ দিল আফগানিস্তানও।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) এশিয়া কাপের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই প্রাথমিক স্কোয়াড থেকেই পরবর্তীতে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
এশিয়া কাপে আফগানদের নেতৃত্বে থাকছেন দলটির নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে তারকা লেগস্পিনারের নেতৃত্বাধীন দলে জায়গা করে নিতে পারেননি তারকা স্পিনার মুজিব-উর-রহমান। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। সম্প্রতি আফগানদের ঘরোয়া টুর্নামেন্ট শাপগিজা টি-টোয়েন্টি লিগে ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। তবুও জায়গা করে নিতে পারেননি স্কোয়াডে।
এছাড়া জায়গা হয়নি তারকা ব্যাটার নাজিবউল্লাহ জাদরানের। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এই ব্যাটার গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন। সদ্য সমাপ্ত শাপগিজা টি-টোয়েন্টি লিগে ৭ ম্যাচ খেলে ২৯ গড় ও দেড়শর বেশি স্ট্রাইকরেটে ১৪৫ রান করেন। তবুও নির্বাচকদের মন জয় করতে পারেননি এই ব্যাটার।
এশিয়া কাপের আগে পাকিস্তান ও আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। তার আগে আরব আমিরাতে ২২ জনের এই স্কোয়াড নিয়ে দুই সপ্তাহের প্রস্তুতি ও অনুশীলন ক্যাম্প করবে তারা। এরপর ঘোষণা করা হবে চূড়ান্ত দল।
এবারের এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে খেলবে আফগানিস্তান। যেখানে প্রতিপক্ষ হিসেবে আরো আছে শ্রীলঙ্কা ও হংকং। আগামী ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে আফগানিস্তান। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে রশিদ খানরা।
আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, সেলিম সাফি, ফরিদ মালিক, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/বিটি
