
এবারের এশিয়া কাপে হংকংকে পরাজিত করে টুর্নামেন্ট ভালো শুরু করেছিল আফগানিস্তান। তবে এরপরেই পথ হারায় দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পরাজয় বরণ করে বাংলাদেশের কাছে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় সুযোগ ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি নবী-রাশিদরা।
গতকাল গ্রুপ পর্বে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলেও পরাজয় বরণ করেছে আফগানিস্তান। যেখানে আগে ব্যাট করে শুরুতে কিছুটা ব্যর্থ হলেও মোহাম্মদ নবীর ঝড়ো ফিফটিতে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় আফগানরা। তবে এমন ম্যাচেও শেষ পর্যন্ত জয় নিজেদের করে নিতে পারেনি তারা। উল্টো ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
এই ম্যাচ হেরে তাই নিজের হতাশা প্রকাশ করেছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট। সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘হ্যাঁ অনেক হতাশাজনক। এটা হজম করা খুব কঠিন। ১৭০ এর মত রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবী আমাদের সেখানে নিয়ে গেল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং-ফিল্ডিংও ভালো হয়নি। অনেক হতাশ। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে।’
নিজেদের ভুল স্বীকারের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও কৃতিত্ব দিয়েছেন এই আফগানিস্তান কোচ, ‘পাওয়ারপ্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের। অনেক বেশি বেসিকে ভুল করেছি আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও। সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ আছে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপও আছে। কোচরা, প্লেয়াররা মিলে আলোচনা করব কীভাবে আরও বেটার হতে পারি আমরা। যেন একই ভুল আবার না হয়।’
এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে চলতে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া দল গুলোর নাম। দুই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে উঠে এসেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের এই দ্বিতীয় রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সুপার ফোর রাউন্ডের শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আগামীকাল থেকেই শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এফএএস
