Connect with us
ক্রিকেট

ম্যাচ জিতেও আক্ষেপ আফগান অধিনায়কের

হাসমতউল্লাহ শহীদি ও রহমত শাহ
হাশমতউল্লাহ শহীদি ও রহমত শাহ

বাংলাদেশের বিপক্ষে গত রাতে (বুধবার) সহজ জয় পেয়েছে আফগানিস্তান। তবে ম্যাচ জয়ের পরও আক্ষেপ রয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির।

আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে আফগানিস্তান। তবে ম্যাচ টা তারা আরো আগেই জিততে পারবো। ফিফটি তুলে নেওয়ার পরপরই রহমত শাহ আউট হওয়ায় খুশি নন আফগান অধিনায়ক।

ম্যাচে ২২১ রান তাড়া করতে নেমে দুই ওপেনার দারুণ শুরু এনে দেন আফগানিস্তানকে। ব্যক্তিগত ২৩ আর দলীয় ৫২ রানে ফেরেন ইব্রাহিম জাদরান। দলীয় ৫৮ রানেই ফেরেন সেদিকউল্লাহ আতাল।



এরপর ৩য় উইকেটে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ ৭৮ রানের জুটি গড়ে আফগানিস্তানকে জয়ের বন্দরের দিকে এগিয়ে নেন। তখনই ৭০ বলে ৫০ রান করা রহমত শাহ তানজিমের বলে পুল করতে গিয়ে আউট হন। তার আউট নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ।

হাশমতউল্লাহ্ বলেন, ‘ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। এ পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি খুশি নই। কারণ, ও দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।’

রহমতের ফেরার পরের ওভারেই আউট হন ৫০ রান করা গুরবাজ। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪০ রানের ইনিংস ও হাশমতউল্লাহর অপরাজিত ৩৩ রানের ইনিংসে বড় বাধা ছাড়াই জয় পায় আফগানিস্তান।

সবমিলিয়ে দলের পারফরম্যান্সে খুশি আফগান অধিনায়ক, ‘দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল, আর আমি পরের ম্যাচগুলোর জন্য নিয়ে অপেক্ষা করছি।’

এর আগে ম্যাচের ১ম ইনিংসে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। হৃদয় ও মিরাজের ১০১ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে আগালেও হৃদয়ের রানআউট ও রশিদের বোলিং ঘূর্ণিতে ২২১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ অক্টোবর আবুধাবিতে মুখোমুখি হবে দুইদল।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট