Connect with us
ফুটবল

সিঙ্গাপুর ম্যাচে দেরি, বাফুফেকে এএফসির জরিমানা

বাংলাদেশ ও সিঙ্গাপুর। ছবি- সংগৃহীত

ফেডারেশন (বাফুফে)। এ ঘটনায় বাফুফেকে ১,৫০০ মার্কিন ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

১৭ জুলাই অনুষ্ঠিত এএফসির ডিসিপ্লিনারি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাফুফে কম্পিটিশন অপারেশনসের ধারা ২.২ লঙ্ঘন করেছে। এ জরিমানার অর্থ সিদ্ধান্তের চিঠি পাওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে, যা এএফসির শৃঙ্খলাবিধির ধারা ১১.৩ অনুযায়ী বাধ্যতামূলক। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

১০ জুন সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দুই মিনিট দেরিতে, যার দায় পড়েছে আয়োজক বাফুফের ওপর।


আরও পড়ুন 

»সাফে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২১ জুলাই ২৫)

» মোস্তাফিজ-তাসকিনের দাপুটে বোলিং, পাকিস্তানের বিপক্ষে সহজ লক্ষ্য


ম্যাচ ঘিরে নানা আয়োজন করেছিল বাফুফে। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যবিরতিতে ছিল লেজার শো। তবে মাঠের ফলাফল আয়োজনের রঙ ম্লান করে দেয়। বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে যায় সিঙ্গাপুরের কাছে। বিজয়ী দলের হয়ে গোল করেন সং উই ইয়াং ও ইখসান ফান্দি। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিব হোসেন।

দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে তারা তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের।

ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল