
এএফসি চ্যালেঞ্জ লিগ প্লে অফ ম্যাচে আজ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে লড়বে ঢাকা আবাহনী। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠে দশর্কদের প্রত্যাশা পূরনে আত্মবিশ্বাসী আবাহনী।
এই ম্যাচের জন্য আগেই টিকিট ছেড়েছে বাফুফে। অনলাইনে কিউকিটের পাশাপাশি তিনটি বুথে পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। মতিঝিলের বাফুফে ভবন, জাতীয় স্টেডিয়াম ও ধানমন্ডির আবাহনী ক্লাবে পাওয়া যাবে টিকিট।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী এএফসির বিভিন্ন টুর্নামেন্টে এর আগে ১৪ বার খেলেছে। এবার এএফসি চ্যালেঞ্জ লিগ প্লে অফ ম্যাচের চ্যালেঞ্জ আকাশী-হলুদ জার্সিধারীদের। খেলাটা হবে দেশের মাটিতে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে। ইউরোপের ধাঁচে খেলা মুরাসকে নিজেদের কৌসলে আটকানোর পরিকল্পনা কোচ মারুফুল হকের।
ম্যাচ জিততে আবাহনীর কোচ ভরসা রাখছেন সুলেমান দিয়াবাতে, আল আমিনদের ওপর। ২০২৩ সালে আত্মপ্রকাশ করা মুরাস ক্লাবটি দুই বছরেই কিরগিজস্তানের অন্যতম সেরা দল হয়ে ওঠে। দুবার জিতেছে কিরগিজ কাপ। লিগেও আছে ভালো অবস্থানে। দলটি নতুন হলেও ইউক্রেনের বেশ কয়েজন ফুটবলার খেলে ক্লাবটিতে।
এদিকে আবাহনীকে সমীহ করেই গেম প্লান সাজিয়েছেন মুরাসের কোচ। সোমবার সকালে ঢাকায় এসে বিকালে ম্যাচের ভেন্যু ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি। চ্যালেঞ্জ লিগে দেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংসও মিশন শুরু করবে আজ। কাতারের দোহায় প্রতিপক্ষ তাদের সিরিয়ার লিগ চ্যাম্পিয়ন আল কারামা। রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/এনজি
