Connect with us
ফুটবল

এএফসি এশিয়ান কাপ: থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি

AFC Asian Cup 2024
আগামী ১০ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে৷ ছবি- সংগৃহীত

এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এএফসি এশিয়ান কাপ। এই টুর্নামেন্টকে ঘিরে গোটা এশিয়ান ফুটবল মিলিত হয় এক বিন্দুতে৷ প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট এরই মধ্যে পাড়ি দিয়েছে ১৭টি আসর৷ গত ১২ জানুয়ারি এশিয়ান ফুটবলের মুকুট পড়তে কাতারের ৪টি শহরের ৯টি ভেন্যুতে ২৪ দলের অংশগ্রহণে শুরু হয়েছে টুর্নামেন্টটির ১৮তম আসর৷ 

গ্রুপ পর্বের ম্যাচ শেষে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে টুর্নামেন্টটির নকআউট পর্ব৷ এরপর ২-৩ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনাল ও ৬-৭ ফেব্রুয়ারি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল৷

কোন গ্রুপে কারা খেলছে?

গ্রুপ-এ: কাতার, তাজাকিস্তান, চীন, লেবানন

গ্রুপ-বি: অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া, ভারত

গ্রুপ-সি: ইরান, সংযুক্ত আরব-আমিরাত, হংকং, ফিলিস্তিন।

গ্রুপ-ডি: জাপান, ইরাক, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম

গ্রুপ-ই: দক্ষিণ কোরিয়া, ইরান, বাহরাইন, মালেশিয়া।

গ্রুপ-এফ: সৌদি আরব, থাইল্যান্ড, ওমান, কিরগিজস্তান।

টুর্নামেন্ট সর্বোচ্চ সাফল্য যাদের

এএফসি এশিয়ান কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল জাপান। এখন পর্যন্ত টুর্নামেন্টের চারটি শিরোপা ঘরে তুলেছে ব্লু সামুরাইরা৷ ১৯৯২ সালে সৌদি আরবকে হারিয়ে প্রথম বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে তারা৷ এরপর ২০০০ ও ২০০৪ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে শিরোপার হ্যাট্রিক করে জাপান৷ মাত্র এক আসর পর ২০১১ সালে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে তারা৷

সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে জাপান। ছবি- সংগৃহীত

জাপানের পর সবচেয়ে বেশি শিরোপার দেখা পেয়েছে এশিয়ার অন্য দুই পরাশক্তি ইরান ও সৌদি আরব৷ দুই দলই তিন বার করে চ্যাম্পিয়ন হয়েছে৷ এর মধ্যে সৌদি আরব ছয় বার টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপার ছোঁয়া পেয়েছে কমই৷ প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া দীর্ঘ ৬৩ বছর ধরে ট্রফি ক্যাবিনেটে এখনো তৃতীয় শিরোপা যোগ করতে পারেনি৷ যদিও এর মধ্যে চার বার ফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া কিন্তু ট্রফি জয়ের সৌভাগ্য মেলেনি দলটির৷

চলতি আসরে থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি 

এএফসির ওয়েবসাইটের সূত্রে জানা যায়, ২০১৯ সালের মতো এবারের আসরেও থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। পুরো টুর্নামেন্টের জন্য ১৪.৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইজমানি৷

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ মিলিয়ন ডলার ও রানার্সআপ দলের পকেটে যাবে ৩ মিলিয়ন ডলার৷

সেমিফাইনালের পরাজিত দল পাবে ১ মিলিয়ন ডলার এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪টি দলের জন্য থাকবে ২লাখ ডলার৷

আরও পড়ুন: আফ্রিকান কাপ অব নেশন্স এ এবারের আসরে প্রাইজমানি কত? 

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৪/টিএইচ/এমটি  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল