Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপে মেসির খেলার ইঙ্গিত দিলো এএফএ

লিওনেল মেসি। ছবি - সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে অনেক দিন ধরেই নানান গুঞ্জন চলছে। এসবের মাঝেই জানা গেলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপের জন্য এখনো মেসিকে ঘিরেই পরিকল্পনা করছে।

সম্প্রতি দুবাইয়ে এক সাক্ষাৎকারে এএফএ’র মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন বলেন, মেসি ইন্টার মায়ামি এবং জাতীয় দলের হয়ে এখনও দুর্দান্ত খেলছেন। তিনি আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এবং আমরা বিশ্বাস করি ২০২৬ বিশ্বকাপেও তাকে মাঠে দেখতে পাবো।

পিটারসেন আরও জানান, বিশ্বকাপে সময় এখনো হাতে আছে। কোচ লিওনেল স্কালোনি দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন। আমরা বিশ্বাস করি, মেসির অভিজ্ঞতা দলকে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন:

মেসিকে ছাড়া দিশেহারা মিয়ামি

২২ বছর পর আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা

পিটারসেনের এই বক্তব্যে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন মেসিভক্তরা। যদিও মেসি নিজে এখনো তার সিদ্ধান্ত জানাননি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় যে তিনি রয়েছেন সেটা স্পষ্ট হয়েছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর অনেকেই ভেবেছিলেন জাতীয় দলের সঙ্গে হয়তো এখানেই ইতি টানবেন মেসি। তবে এখন পর্যন্ত তিনি অবসরের সিদ্ধান্ত নেননি। বরং জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামছেন।

ক্রিফোস্পোর্টস/২৭ জুলাই ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল