Connect with us
ক্রিকেট

শর্তসাপেক্ষে ভারতকে ট্রফি দেবে এসিসি

Asia Cup-2025 Trophy
এশিয়া কাপ ট্রফি। ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। তবে ম্যাচের পরপরই ট্রফি হাতে তুলতে পারেনি দলটি। সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করে মাঠ ছাড়েন, আর এ নিয়েই শুরু হয় বিতর্ক। 

ফাইনালের পর ট্রফি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি। জানা গেছে, ট্রফিটি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দফতরে রাখা আছে। ভারতকে এটি দেওয়া হবে, তবে এসিসির চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি চান, নিজ হাতে অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় দলের হাতে ট্রফি ও পদক তুলে দিতে।

ঘটনার শুরু রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল শেষে। ম্যাচ জয়ের পর নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এতে ক্ষুব্ধ হয়ে নাকভি মাঠ ছেড়ে চলে যান। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তার সঙ্গেই ট্রফিটিও মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।



ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে অভিযোগ করা হয়, নাকভি ট্রফি নিয়ে চলে গেছেন। পরে সংবাদ সংস্থা পিটিআই জানায়, আসলেই সেটি এসিসির দুবাই দফতরে রাখা আছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতরের কাছেই।

এদিকে ম্যাচ শুরুর আগেই ধারণা করা হয়েছিল, ভারত যদি জেতে তবে নাকভির কাছ থেকে ট্রফি নেবে না তারা। ম্যাচ শেষে বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গেও ভারতীয় শিবির এই সিদ্ধান্ত নিশ্চিত করে। বিদেশি কোচিং স্টাফরা ব্যক্তিগত পদক নিলেও ভারতীয় ক্রিকেটাররা নাকভির হাত থেকে কিছুই নেবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

সবশেষে নাকভি জানান, তিনি ভারতকে ট্রফি দিতে প্রস্তুত। তবে শর্ত একই—একটি বিশেষ অনুষ্ঠানে তার হাত থেকেই ট্রফি ও পদক তুলতে হবে। এখনো সেই অনুষ্ঠানের তারিখ বা স্থান ঠিক হয়নি।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট