Connect with us
ক্রিকেট

এসিসির পোস্টে সিংহের দুইপাশে সাইফ-হৃদয়ের রাজকীয় ছবি

শ্রীলঙ্কাকে হারানোর দুই নায়ক। ছবি- এসিসি

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের দুর্দান্ত জয়ে সরব ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে টাইগাররা, তাতে করে চমকই দেখিয়েছে তারা। বাংলাদেশের এই জয়ে অন্যতম ভূমিকায় ছিলেন দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহীদ হৃদয়।

জোড়া ফিফটিতে দল জেতানো দুই ব্যাটারকে নিয়ে প্রশংসায় ভাসছে সবাই। সেই জোয়ারে ভেসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসিও। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছে এসিসি।

সেখানে দেখা যাচ্ছে রাজকীয় ভঙ্গিতে একটি সিংহের দুইপাশে দাঁড়িয়ে আছেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। সেখানে আবার লেখা – Taming The Lion, অর্থাৎ সিংহকে বশ করা। আর ক্যাপশনে লেখা- Two tigers who led the charge against the lions অর্থাৎ সিংহদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেওয়া দুই বাঘ।



ওপেনার তানজিদ তামিম যখন বিনা রানে ফিরে গেলেন তখন লিটনকে নিয়ে দলের হাল ধরেন সাইফ। দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ২৩ রানে লিটন ফিরলে তাওহীদ হৃদয়কে নিয়ে আবারও হাল ধরেন সাইফ।

এই জুটি থেকে আসে ৫৪ রানের ইনিংস। এখানেই মূলত এগিয়ে যায় বাংলাদেশ। ৪৫ বলে ৪টি ছয় ও ২টি চারের সাহায্যে ৬১ রান করে ফেরেন সাইফ। অন্যদিকে দলের জয়ের ১০ রান বাকি থাকতে আউট হন হৃদয়।

৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন হৃদয়। সাইফ ফেরার পর শামীমকে নিয়ে ২৭ বলে ৪৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে যান হৃদয়।

এ কারণেই এই দুজনকে নিয়ে প্রশংসা করছে সবাই। কেউ লিখছেন ম্যাচজয়ী দুই বীর। কেউ লিখছেন আবুধাবি জয়ের দুই নায়ক। আর এসিসি লিখেছে সিংহ বশকারী দুজন!

শ্রীলঙ্কার ১৬৮ রানের জবাবে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় নিশ্চিত করে সুপার ফোর শুরু করলো বাংলাদেশ। এতে করে ফাইনালের পথ কিছুটা এগিয়ে রাখলো লিটন দাসরা

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট