Connect with us
ক্রিকেট

হারিস রউফের সঙ্গে অভিষেকের বাকবিতণ্ডা, কী হয়েছিল

Abhishek Sharma and Haris Rauf
হারিস রউফ-অভিষেক শর্মার বাকবিতণ্ডা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে রোববার হাই–ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৭১ রান। জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৭২ রান।

লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। চতুর্থ ওভারে শাহিন আফ্রিদিকে টানা দুই বাউন্ডারি মারেন অভিষেক শর্মা। নন–স্ট্রাইকে থাকা শুবমান গিলকে তখন কিছু বলতে শোনা যায়, যা মনে করা হচ্ছে আফ্রিদির মন্তব্যের জবাব।

ম্যাচে উত্তেজনা ছড়ায় পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে অভিষেকের বাকবিতণ্ডায়। তবে ব্যাট হাতে জবাব দেন বাঁহাতি এই ওপেনার। ইনিংসের প্রথম বলেই আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি। পরে রউফ তাকে উসকালে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।



শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ১৯তম ওভারে লক্ষ্য টপকাতে সাহায্য করেন অভিষেক। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ম্যাচ শেষে অভিষেক বলেন, ওরা বিনা কারণে উসকে দিচ্ছিল। আমি ব্যাট দিয়েই জবাব দিয়েছি। দলের জন্য কিছু করতে চেয়েছিলাম। গিলের সঙ্গে অনেক দিন ধরে খেলছি, আজ দুজনেই একে অপরকে সাপোর্ট করেছি। দলের আস্থা থাকায় আমি এমনভাবে খেলতে পারি।

এদিকে তিনটি গ্রুপ ম্যাচে টানা জয় পেয়ে অপরাজিত অবস্থায় সুপার ফোরে আসে ভারত।

অন্যদিকে, দুই জয় ও এক হারে নিজেদের গ্রুপের রানার্সআপ হয়ে সুপার ফোরে পৌঁছায় পাকিস্তান।

Abhishek Sharma and afridi

মাঠের বাইরেও উত্তেজনা

টস জিতে আবারও পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব

আগের ম্যাচেও একই ঘটনা ঘটেছিল, যা নিয়ে সমালোচনা হয়। পাকিস্তান অভিযোগ তোলেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আগাকে করমর্দন না করার পরামর্শ দিয়েছিলেন। এ নিয়ে আইসিসিতে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তারা, এমনকি পাইক্রফটকে অপসারণ ও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকিও দেয় পিসিবি।

রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত–পাকিস্তান অনেক বছর ধরে কেবল নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টে মুখোমুখি হয়। এবারও সেই ছাপ দেখা গেলো মাঠের ভেতরে ও বাইরে।

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট