Connect with us
ক্রিকেট

দ্রুততম এক হাজার রান করে অভিষেকের বিশ্বরেকর্ড

World record for the fastest 1,000 runs since debut
দ্রুততম এক হাজার রানের কীর্তি গড়েছেন অভিষেক শর্মা। ছবি- বিসিসিআই

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে রীতিমতো উড়ছেন অভিষেক শর্মা। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলছেন এই তরুণ ব্যাটার। এবার গড়লেন এক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম (বলের হিসেবে) এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ওপেনার।

শনিবার (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন অভিষেক। মাত্র ৫২৮ বল মোকাবিলা করে এক হাজার করেছেন এই ওপেনার। যা বলের হিসেবে সবচেয়ে দ্রুততম।

এতদিন এই রেকর্ডটি তারই স্বদেশী সূর্যকুমার যাদবের দখলে ছিল। তার চেয়ে ৪৫ বল কম খেলেই এক হাজার রান তুলে নিয়েছেন অভিষেক। এই রেকর্ড গড়তে সূর্যকুমারকে খেলতে হয়েছিল ৫৭৩ বল। এই তালিকার তিনে আছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। ৫৯৯ বলে ১ হাজার রান করেছিলেন তিনি। এছাড়া চারে থাকা অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল ৬০৪ বলে ১ হাজার রান করেন।



ইনিংসের হিসেবে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই দ্বিতীয় দ্রুততম এক হাজার রানের কীর্তি। এই কীর্তিতে শীর্ষে আছেন বিরাট কোহলি। ২৭ ইনিংসে ১ হাজার রান করেন তিনি। আর অভিষেককে ১ ইনিংস বেশি খেলতে হয়েছে। তিনে আছেন লোকেশ রাহুল। ২৯ ইনিংসে ১ হাজার রান করেন এই তারকা। এছাড়া চারে থাকা সূর্যকুমার যাদব ৩১ ইনিংসে এবং পাঁচে থাকা রোহিত শর্মা ৪০ ইনিংসে এক হাজার রান করেন।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবমিলিয়ে ইনিংসের হিসেবে এটি পঞ্চম দ্রুততম এক হাজার রানের রেকর্ড। ইনিংসের হিসেবে রেকর্ডটি ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের দখলে। মাত্র ২৪ ইনিংস খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ওপেনার।

তালিকার দুইয়ে আছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ২৬ ইনিংসে এক হাজারী ক্লাবে প্রবেশ করেন এই ব্যাটার। তিনে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। এক হাজার রান করতে তাকে খেলতে হয়েছিল বাবরের সমান ২৬ ইনিংস। এছাড়া চারে কোহলি ২৭ ইনিংসে এবং পাঁচে অভিষেক ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট