
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনের জন্য জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। বিসিবি তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে। সবকিছু ঠিক থাকলে ক্রিকেটার ও নির্বাচকের পর এবার সংগঠকের ভূমিকায় আসার জন্য লড়বেন জাতীয় দলের এই সাবেক স্পিনার।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট থেকে ঢাকায় ফিরে সরাসরি বিসিবি ভবনে যান রাজ্জাক। সেখানে আলোচনার পর নির্বাচকের দায়িত্ব ছেড়ে পরিচালক পদের জন্য মনোনয়নপত্রও সংগ্রহ করেন। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে প্রতিযোগিতা করবেন রাজ্জাক। একই বিভাগ থেকেই ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক জুলফিকার আলী খান। এবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে সর্বোচ্চ ২ জন করে পরিচালক হতে পারবেন। নতুন কোন প্রতিদ্বন্দ্বী না এলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন জুলফিকার আলী ও আব্দুর রাজ্জাক।
বিসিবি গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন ৩ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন করে পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুইজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর হবেন ৭১ জন। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংস্থা নিয়ে গঠিত ৩য় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এআই
