টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সময়েই বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ক্রিকেট। দলের অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোনস দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। বুধবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৩১ বছর বয়সী এই ব্যাটারের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় অভিযোগ আনা হয়েছে। এর বেশিরভাগই ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম১০ টুর্নামেন্ট ঘিরে, যা সিডব্লিউআইয়ের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল। বাকি দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট, যা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের আওতায় পড়ে।
সিডব্লিউআইয়ের অভিযোগে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু সময়ে ম্যাচের গতিপথ প্রভাবিত করার চেষ্টা করেছিলেন জোনস। পাশাপাশি সন্দেহজনক প্রস্তাব পাওয়ার পর তা কর্তৃপক্ষকে অবহিত না করা এবং তদন্তে পূর্ণ সহযোগিতা না করার বিষয়টিও অভিযোগের অন্তর্ভুক্ত।
আইসিসির পক্ষ থেকে আরও গুরুতর ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতিমূলক প্রস্তাবের তথ্য গোপন রাখা এবং তদন্ত চলাকালে প্রমাণ লুকানো বা পরিবর্তনের মতো আচরণের অভিযোগ রয়েছে জোনসের বিরুদ্ধে। বিষয়টি একটি বৃহত্তর তদন্তের অংশ বলেও জানিয়েছে সংস্থাটি। প্রয়োজনে আরও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোনস কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নিজের পক্ষে জবাব দেওয়ার সুযোগ পাবেন তিনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়েছে আইসিসি।
যুক্তরাষ্ট্রের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জোনস ফ্র্যাঞ্চাইজি লিগেও পরিচিত মুখ। মেজর লিগ ক্রিকেটে সিয়াটল অরকাস এবং সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেছেন নিয়মিত। ২০২৪ মৌসুমে কিংসের শিরোপা জয়ে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। সবশেষ ২০২৫ সালের নভেম্বরে আবুধাবির একটি টি–টেন টুর্নামেন্টে খেলতে দেখা গেছে তাকে।
বিশ্বকাপের বছরেই এমন অভিযোগ যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করল। এখন নজর তদন্তের অগ্রগতির দিকে।
ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/টিএ
