Connect with us
ক্রিকেট

জাহানারার অভিযোগে বিচারপতিসহ তিন সদস্যের তদন্ত কমিটি

Jahanara Alam and Supreme Court image
জাহানারা আলম ও সুপ্রিম কোর্ট। ছবি- সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে এখন হট টপিক— বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

এমনকি হয়রানির বিষয়ে একাধিকবার বিসিবির কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন জাহানারা। এর প্রেক্ষিতে অভিযোগ তদন্তে বিসিবির প্রভাবমুক্ত তদন্তের দাবি জানিয়েছিলেন সাবেক টাইগার ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজা। এবার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিসহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এই অনুসন্ধান কমিটির কনভেনর হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। আর সদস্য হিসেবে বিসিবির প্রতিনিধি হিসেবে নতুন বোর্ড পরিচালক রুবাবা দৌলার সঙ্গে আছেন বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।



গতকাল শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির বিষয়ে জানানো হয়েছে। জাহানারা আলমের অভিযোগের বিষয় খতিয়ে দেখতে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়। মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পূর্বে বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিভিন্ন আচরণবিধি নিয়েও কথা বলেছিলেন জাহানারা।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট